চৈত্রের গরমে অস্থির হয়ে উঠেছিলেন সবাই! বৃহস্পতিবার রাতে হঠাৎ কালবৈশাখিতে যেন স্বস্তি নেমে এলো নগরীতে। তবে মিরপুরে এই ঝড় শেষ করে দিলো চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে খেলার স্বপ্ন।
জয়ের লক্ষ্য ১৬১ রান তাড়া করতে নামা ক্যারিবিয়দের রান তখন ১৩.৫ ওভারে ৪ উইকেটে ১৮০ রান। সেমিফাইনাল জিততে চাই ৩৭ বলে ৮১ রান। কঠিন লক্ষ্য! কিন্তু সেই চ্যালেঞ্জ নেওয়ার সুযোগই পেল না বর্তমান চ্যাম্পিয়নরা।
বৈশাখির ঝড় ও শিলা বৃস্টিতে ধুয়ে গেল ম্যাচ। তাতেই বৃষ্টি আইনে শ্রীলঙ্কা জিতল ২৭ রানে।
মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১৩.৫ ওভার ব্যাট করতেই শুরু ঝড়! দখন ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ৮০/৪। তখন ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতি জিততে ১০৮ রান করতে হতো ক্যারিবীয়দের।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬০/৬ (কৌশল ২৬, দিলশান ৩৯, থিরিমান্নে ৪৪, ম্যাথিউস ৪০; সানতোকি ২/৪৬)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৫ ওভারে ৮০/৪ (স্মিথ ১৭, স্যামুয়েলস ১৮*, ব্রাভো ৩০; মালিঙ্গা ২/৫, প্রসন্ন ১/১৫)
ফল: শ্রীলঙ্কা ডাকওয়াথ/লুইস ম্যাথডে ২৭ রানে জয়ী
Discussion about this post