ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিতলেই কেবল চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা টিকে থাকবে বাংলাদেশের। এমন এক কঠিন সমীকরণের সামনে এখন দাঁড়িয়ে টিম টাইগার্স। তাই শুক্রবার বিকেল ৪টায় শুরু হতে যাওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে মরিয়া মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে নামার আগে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দাঁড়িয়ে যেন এক বিন্দুতে। নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নেওয়ার শঙ্কায় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। শারজাহর ছোট মাঠে মরিয়া দুই দলের ম্যাচ দিচ্ছে জমজমাট লড়াইয়ের আভাস।
দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের রেকর্ড তুলনামূলক বেশ ভালো। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে জিতেছে পাঁচটিতে, হেরেছে ছয়টিতে। অন্যটি পরিত্যক্ত। বাংলাদেশের এই পাঁচ জয়ের একটি বিশ্বকাপে ২০০৭ সালে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল নিশ্চিত করা। কিন্তু টানা ম্যাচ হারায় তাতে লেগেছে শঙ্কা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে নুরুল হাসান সোহান অবশ্য বললেন, স্বপ্নটা এখনও দেখছেন তারা। তবে প্রথম পাঁচ ম্যাচে দলের পারফরম্যান্সের যে ধারাবাহিকতা, তাতে ওই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে বাজি ধরার লোক হয়তো খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। একযোগে তিন বিভাগেই উন্নতি ছাড়া যে পথ নেই। সেটাই যেন মনে করিয়ে দিলেন সোহান, ‘প্রথম ছয় ওভার খেললে বুঝতে পারব যে, এই উইকেটে কত রান হচ্ছে বা আমাদের ব্যাটিং পরিকল্পনা কীভাবে করতে হবে। আমার মনে হয়, পরিস্থিতি অনুযায়ী আমাদের মানিয়ে নেওয়াটা খুব জরুরি।’
Discussion about this post