ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ত্রিদেশীয় সিরিজের প্রথম দেখায় অনায়াসেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়বার দেখাতেও সেই একই দাপট মাশরাফি বিন মর্তুজাদের। সোমবার হাসিমুখেই মাঠ ছাড়লেন লাল-সবুজের প্রতিনিধিরা। তুলে নিলেন সহজ জয়। একইসঙ্গে দল পেলো ফাইনালের টিকিট।
ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে ফাইনালে জায়গা করে নেয় টাইগাররা টুর্নামেন্টে প্রথম দেখায় ক্যারিবীয়দের ৮ উইকেটে হারানোর পর এবার বাংলাদেশের পেল ৫ উইকেটের জয়।
সোমবার ডাবলিনের মালাহাইড ক্রিকেট শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তুলে ২৪৭। জবাবে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬ বল বাকি হাতে রেখেই জয় তুলে নেয় লাল-সবুজের দল।
ম্যাচে শুরুতে বল হাতে দাপট দেখান মাশরাফি বিন মুর্তজারা। টানা দ্বিতীয় ম্যাচে টাইগার অধিনায়ক নেন ৩ উইকেট। মুস্তাফিজুর রহমান ফেরেন দারুণ দাপটে। শিকার করেন ৪ উইকেট। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
সাইফউদ্দিনের চোটে ওয়ানডে অভিষেকের হয় আবু জায়েদ চৌধুরী রাহীর। তবে বল হাতে সাফল্য পাননি তিনি। এদিনও সফল শাই হোপ। করেন ১০৮ বলে ৮৭ রান। জেসন হোল্ডার ৬২।
জবাবে নেমে দাপটে খেলেছে দল। তামিম ইকবাল ২১ রানে ফিরলেও সৌম্য সরকার থামেন ৫৪ রানে। এরপর সাকিব আল হাসান করেন ২৯। মুশফিকুর রহীমের ব্যাটে ৬৩। মোহাম্মদ মিঠুনও সফল (৪০)। আর মাহমুদউল্লাহ রিয়াদ থাকেন ৩০ রানে অপরাজিত।
তবে ম্যাচসেরা বল হাতে দাপট দেখানো মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের আগে ফর্মে ফিরলেন কাটার মাস্টার।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৪৭/৯ (হোপ ৮৭, আমব্রিস ২৩, ব্রাভো ৬, চেইস ১৯, কার্টার ৩, হোল্ডার ৬২, অ্যালেন ৭, নার্স ১৪, রিফার ৭, কটরেল ৮*, রোচ ৩*; আবু জায়েদ ৯-১-৫৬-০, মাশরাফি ১০-০-৬০-৩, মিরাজ ১০-০-৪১-১, মুস্তাফিজ ৯-১-৪৩-৪, সাকিব ১০-১-২৭-১, সৌম্য ২-০-১৫-০)।
বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২৪৮/৫ (তামিম ২১, সৌম্য ৫৪, সাকিব ২৯, মুশফিক ৬৩, মিঠুন ৪৩, মাহমুদউল্লাহ ৩০*, সাব্বির ০*; রোচ ৬-০-৪৬-১, কটরেল ৯.৮-০-৩৮-০, নার্স ১০-০-৫৩-৩, চেইস ৬-০-২৪-০, অ্যালেন ৩-০-১১-০, হোল্ডার ৮-১-৪৩-১, রিফার ৫-০-৩১-০)।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুস্তাফিজুর রহমান
Discussion about this post