ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঈদের বিরতি শেষে ফের শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। ঈদের ছুটি শেষে ফের সরব দেশের ৫ ক্রিকেট ভেন্যু। রোববার মুখরিত ছিল মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম।
মিরপুর ছাড়াও অনুশীলন চলছে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। যেখানে ঘাম ঝরাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও আরেক স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান। সিলেট স্টেডিয়ামে পেসার খালেদ আহমেদ আর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের সঙ্গে থাকছেন দুই পেসার আবু জায়েদ রাহি ও ইবাদাত হোসেন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অফস্পিনার নাঈম হাসান ছাড়াও অনুশীলন করছেন ইয়াসির রাব্বি ও ইরফান শুক্কুর। রাজশাহীতে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ছাড়াও প্র্যাকটিস করছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম নয়ন।
রোববার মিরপুরের শেরে বাংলায় স্টেডিয়ামে অনুশীলন করেন সাব্বির রহমান ও এনামুল হক বিজয়, পেসার আল আমিন হোসেন ও লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সৌম্য সরকারের অনুশীলন করার কথা থাকলেও তাকে দেখা যায়নি। কারণ নিজ শহর সাতক্ষীরা থেকে ঢাকা আসতে পারেন নি তিনি।
গণমাধ্যমে সৌম্য বলেন, ‘আমি তো ঢাকায়ই পৌঁছাতে পারিনি। করোনার ভেতরে ভিড় এড়িয়ে ঢাকা পৌঁছাতেই আমি একদিন দেরি করে রোববার সকালে ঢাকার পথে যাত্রা শুরু করেছি। ঈদের ছুটির পর শুক্র ও শনিবার প্রচন্ড ভিড় ছিল রাস্তায়। নিজের গাড়িতে করে আসলেও আমার ফেরি পার হয়ে আসা ছাড়া উপায় নেই। সেখানে প্রচন্ড জ্যাম।’
সোমবারই অবশ্য অনুশীলনে যোগ দেওয়ার কথা জাতীয় দলের তারকা সৌম্য সরকারের।
Discussion about this post