ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঈদের অনেক আগেই এবার ছুটি পেয়ে গেলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের পর যুক্তরাস্ট্রে ক্রিকেট নিয়ে ব্যস্ততায় কেটেছে সময়। সেই ধাক্কা সামলে উঠতেই লম্বা সময়ের জন্য ছুটি পাচ্ছেন খেলোয়াড়রা। এরইমধ্যে শুরু হয়ে গেছে তাদের ছুটি পর্ব।
জাতীয় দলের ৫ সিনিয়র ক্রিকেটারের মধ্যে চারজনই রয়েছেন এখন যুক্তরাষ্ট্রে। বাকীরা ঢাকায় ফিরবেন বৃহস্পতিবার। ওয়ানডে আর টি-টুয়েন্টি দুটো ট্রফি জেতা এই দলের বাকী ক্রিকেটাররা প্রায় আড়াি্ সপ্তাহর মতো ছুটি পাচ্ছেন।
এরমধ্যে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সপরিবারে রয়েছেন যুক্তরাষ্ট্র সফরে। ক্যারিবীয় দ্বীপ থেকে সেখানে গেছেন তিনি। তার পরিবার পরে যোগ দিয়েছে। তামিম ইকবাল-মুশফিকুর রহীমও কয়েকটা দিন আমেরিকায় কাটাবেন।
সাকিব আল হাসানের শ্বশুর বাড়ি যুক্তরাস্ট্রে। এটি তার সেকেন্ড হোম! স্ত্রী-কন্যা দেশটির নাগরিক। আপাত তাদের সঙ্গেই সময় কাটবে সাকিবের। এরপরই পবিত্র হজ পালন করার কথা তার। ঈদের পর ঢাকায় ফিরতে পারেন সাকিব।
তবে ক্রিকেটেই থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলতে গেছেন তিনি। ‘সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টসের’ হয়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার। ৭০ হাজার ডলারে তাকে কিনে নিয়েছে সেন্ট কিটস। তাদের হয়ে এবার মাঠ মাতাবেন রিয়াদ।
তবে এই ৫ সিনিয়র ছাড়া বাকীরা ফিরছেন দেশে। তারা পরিবারের সবাইকে নিয়ে কিছুদিন বাদেই মাতবেন ঈদ আনন্দে। তবে এরপরই নতুন মিশনের জন্য মাঠে নামবেন মাশরাফিরা। এরপর ২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপের ক্যাম্প। ফিটনেস ট্রেনিংয়ে শুরু প্রস্তুতি। এরপর সেপ্টেম্বরে স্কিল ট্রেনিং!
তারপরই মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ। ১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে মাশরাফিদের লড়াই।
Discussion about this post