বিশ্রামের সুযোগ নেই। একদিন বাদেই যে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। সোমবার সেই লড়াইকে সামনে রেখে ঈদের দিনও অনুশীলন করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। মুমিনুল হক, নাসির হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান ছিলেন প্রধান কোচ হাথুরুসিংহে ক্লাসে। পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসনও ছিলেন তাদের সঙ্গে। দলের বাকি ৮ ক্রিকেটার অবশ্য ঢাকাতেই ঈদ করেছেন।
চট্টগ্রামে ক্রিকেটাররা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং নিয়ে টানা ৩ ঘন্টা ব্যস্ত থেকেছেন। মুমিনুল, সৌম্য ও সাব্বির ব্যাটিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। মুস্তাফিজকে যথারীতি ওয়ালশ তার ক্লাসে ব্যস্ত রেখেছেন। যে করেই হোক কাটার মাস্টারের ছন্দ ফিরিয়ে আনতে চাইছেন কোচ।
সফরকারী অস্ট্রেলিয়া দলও ব্যস্ত ছিল অনুশীলনে। সিরিজে পিছিয়ে চাপে আছে তারা। ঢাকায় ১ম টেস্টে ২০ রানে জিতে এগিয়ে গেছে বাংলাদেশ। মুশফিকরা প্রথমবারের মতো টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে!
Discussion about this post