ঢাকা খালি হয়ে যাচ্ছে! সবাই ছুটছে নাড়ীর টানে, আপনজনের কাছে। প্রিয় মানুষদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের আনন্দই অন্যরকম। তাহলে ক্রিকেটাররা বাদ যাবেন কেন? ছুটিতে এখন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। নিউজিল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টেস্ট শুরু ২১ অক্টোবর। তার আগে এখন ঈদ উল আযহার ছুটির মেজাজে মুশফিকুর রহীমরা।
তাই তো তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও ফিরে যাচ্ছেন প্রিয় শহর মাগুরায়। সেখানেই এবার ঈদ করবেন এ অলরাউন্ডার। সোমবার সকালে সাকিব তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে নিয়ে হেলিকপ্টার করে মাগুরা স্টেডিয়ামের নামেন। সেখানে উপস্থিত সাকিবের মা শিরিন আকতার, বাবা মাশরুর রেজা কুটিল ফুলের তোড়া নিয়ে বরণ করে নেন ছেলে ও নববধূকে।
প্রিয় ক্রিকেটার সাকিবের সস্ত্রীক মাগুরা ফেরার খবর পেয়ে সংবর্ধিত করতে মাগুরা স্টেডিয়ামে সকাল থেকেই হাজির ছিলেন মাগুরা ক্রিকেট একাডেমির কর্তাব্যক্তি, প্রশিক্ষণার্থী এবং মাগুরার বিভিন্ন শ্রেণির মানুষরা। মাগুরার একমাত্র ক্রিকেট প্রশিক্ষণ প্রতিষ্ঠান মাগুরা ক্রিকেট একাডেমি। এখানেই সাকিব আল হাসানের ক্রিকেটের হাতেখড়ি। শুভেচ্ছা পর্ব শেষে সাকিব আল হাসান স্ত্রী শিশিরকে নিয়ে কিছু সময় কাটান তার প্রিয় সংগঠন মাগুরা ক্রিকেট একাডেমিতে।
কুরবানির ঈদ আনন্দ শেষে আবার স্ত্রীকে নিয়ে ঢাকা ফিরবেন সাকিব। তিনি যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেট ক্যাম্পে! শুরু হয়ে যাবে ব্যস্ততা!
http://youtu.be/PPOP4NbNhao
Discussion about this post