দেশজুড়ে যখন ঈদের আনন্দ, তখন বাংলাদেশি ক্রিকেটাররা কেউ ছুটিতে, কেউ আবার আন্তর্জাতিক মিশনের প্রস্তুতিতে ব্যস্ত। পুরুষ ক্রিকেটাররা স্বস্তির ছুটি কাটালেও নারী ক্রিকেট দলকে ঈদের পরই নামতে হবে কঠিন পরীক্ষায়—নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অংশ নেওয়া ১২ দলের ক্রিকেটাররা ছুটি কাটাতে নিজ নিজ ঠিকানায় ফিরে গেছেন। তবে ছুটি দীর্ঘস্থায়ী হচ্ছে না। ৬ এপ্রিল থেকে আবার শুরু হবে ডিপিএলের নবম রাউন্ডের খেলা, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর শুরু হবে সুপার লিগ, যেখানে শিরোপার লড়াইয়ে নামবে সেরা দলগুলো।
জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ছুটি আরও সংক্ষিপ্ত। ১৫ এপ্রিল জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল সিলেটে, আর দ্বিতীয়টি হবে ২৮ এপ্রিল চট্টগ্রামে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন ব্যস্ত বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতিতে। ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে তারা, যেখানে ৫-১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ কোয়ালিফায়ার।
বাংলাদেশ দলের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। শীর্ষ দুই দল নিশ্চিত করবে ২০২৪ নারী ওয়ানডে বিশ্বকাপে (ভারত, অক্টোবরে) অংশগ্রহণের টিকিট। ঈদের আগে পর্যন্ত তারা অনুশীলনে ব্যস্ত থাকবে, এরপর ২ এপ্রিল রিপোর্ট করে উড়াল দেবে পাকিস্তানে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও ছুটিতে রয়েছে। এপ্রিলের শুরুতে শ্রীলঙ্কায় ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে তারা। রাজশাহী ও বগুড়ায় তাদের ক্যাম্প চললেও ঈদের জন্য তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এক সপ্তাহের বিরতির পর পুনরায় শুরু হবে তাদের প্রস্তুতি।
এশিয়ান কাপ বাছাইপর্ব শেষে ফুটবলাররাও ছুটিতে গেছেন। এই ফাঁকে জাতীয় দলের ইংলিশ বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী ইংল্যান্ডে ফিরে গেছেন।
Discussion about this post