দেশে ফিরেও স্বস্তি নেই। ঘরবন্ধী তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা। শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দল দেশে ফিরেছে বুধবার। এরপর থেকে ১৪ দিন ঘরবন্ধী থাকতে হবে তাদের। করোনার কারণেই এমনটা করতে হচ্ছে তাদের। অথচ আসছে ১৬ মে ঢাকা আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। তাদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে প্রস্তুতি শুরু করতে পারছেন না তামিমরা।
এমনিতে ৭ মে অনুশীলন করার কথা ছিল। কিন্তু সেটি হচ্ছে না। সরকারি নির্দেশনা মেনে- শ্রীলঙ্কা থেকে ফেরা ক্রিকেটারদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে ১৪ দিন।
এর অর্থ ১৮ মে এর আগে অনুশীলনে ফেরা হচ্ছে না তাদের। মানে রোজার ঈদের পরই নামতে হবে অনুশীলনে। কোয়ারেন্টিনের মেয়াদ কমানো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমনই তথ্য দিলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী ওদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আমরা এটি কমানো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করছি।’
যদিও ছাড় পাওয়ার সম্ভাবনা কম। আর এটি হলে এখনই অনুশীলনে ফেরা হচ্ছে না শ্রীলঙ্কা সফর করে আসা ক্রিকেটারদের। একই অবস্থা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলে ভারত থেকে আসা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানেরও।
সরকারি নির্দেশনা অনুযায়ী ওদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকছেন তারা। মুস্তাফিজ ও তার স্ত্রী কোয়ারেন্টাইন করছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। সাকিব কোয়ারেন্টাইনে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটনে।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৩ মে। এরপর ২৫ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৮ মে। মিরপুরের শেরেবাংলায় প্রতিটি ম্যাচই হবে দিবারাত্রির।
Discussion about this post