বল হাতে চমক দেখিয়েই যাচ্ছেন ইয়াসির শাহ! টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দেড়শ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই স্পিনার। বৃহস্পতিবার আবুধাবি টেস্টে শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নেকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলে রেকর্ড গড়েন এ লেগ স্পিনার। তবে স্পিনারদের মধ্যে তিনিই প্রথম কম ম্যাচে দেড়শ উইকেট নিয়েছেন।
ক্যারিয়ারের ২৭তম টেস্টে ১৫০ উইকেটের মাইলফলকে পৌঁছেন ইয়াসির। ২০১৪ সালে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু তার। ১৩ টেস্ট খেলেই আইসিসির নাম্বার ওয়ান বোলার হয়েছিলেন। ১৩ টেস্ট শেষে ইয়াসিরের নামের পাশে ছিল ৮৬ উইকেট। ইনিংসে ১১ বার ৫ উইকেট এবং ম্যাচে দুই বার ১০ উইকেট নেন তিনি।
টেস্ট ক্রিকেটে স্পিনারদের মধ্যে দ্রুততম ১৫০ উইকেট নেয়ার রেকর্ডের মালিক এতদিন ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও সাঈদ আজমল। ভারতীয় অশ্বিন ও সাবেক সতীর্থ আজমল সমান ২৯তম ম্যাচে ১৫০ উইকেট পূর্ণ করেন। তাদের চেয়ে দুই ম্যাচ খেলেই ইয়াসির পৌঁছে গেলেন দেশড় উইকেট ক্লাবে। বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি।
টেস্টে দ্রুততম ১৫০ উইকেটের মালিক সিডনি বার্নেস। ইংল্যান্ডের এ কিংবদন্তি পেসার মাত্র ২৪ টেস্টে নেন দেড়শ উইকেট।
আর আবুধাবি টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে করেছে ২২৭ রান।
Discussion about this post