ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাকিব আল হাসানের অর্জনের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। অবশ্য গোটা ক্যারিয়ারের সাফল্যই এগিয়ে দেয় এই টাইগার ক্রিকেটারকে। বছরের শুরুতেই বর্ষসেরা একাধিক দলে দেখা গেছে তাকে। এবার আরেকটি সম্মান পেলেন সাকিব। ইয়ান বিশপের দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ আস্থা রাখলেন সাকিবে।
তিন ফরম্যাটেই প্রথম কোন ক্রিকেটার হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছিলেন সাকিব। সেই সাফল্য ধরেও রেখেছিলেন অনেক দিন। সত্যিকার অর্থে হাল আমলে তার মতো বড় অলরাউন্ডার নেই বললেই চলে। তার পথ ধরেই বিশপ তার গত এক দশকের সেরা একাদশের অলরাউন্ডার হিসেবে নিয়েছেন সাকিব আল হাসানকে।
বিশপ বলছিলেন, ‘দেখুন, ৬ নম্বরে একজন পেস বোলিং অলরাউন্ডার নিতে চাইছিলাম আমি। এ অবস্থায় একজন আছেন-যিনি সবসময় আলোচনার বাইরে থাকেন আর তিনি হচ্ছেন সাকিব আল হাসান। একজন ব্যাটসম্যান ও বোলার হিসেবে তার অর্জন মূল্যায়ন করার মতো। সেটাই করেছি।’
ওয়ানডেতে ব্যাটে ৬৩২৩ রান করার পাশাপাশি সাকিব নিয়েছেন ২৬০ উইকেট। সবশেষ বিশ্বকাপে তিন নম্বরে নেমে অসাধারণ ব্যাটিং করেন সাকিব।
বিশপের একাদশে ওপেনার রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার। তিনে ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরপর দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স আর নিউজিল্যান্ডের রস টেলর। ছয় নম্বরে সাকিব। বিশপের গত এক দশকের সেরা ওয়ানডে দলের অধিনায়ক ও উইকেটকিপার ভারতের মহেন্দ্র সিং ধোনি। দলে বোলার মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা ও রশিদ খান।
বিস্ময়কর হলেও সত্য বিশপের দলে পাকিস্তান, শ্রীলঙ্কা আর নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার জায়গা পাননি।
ইয়ান বিশপের সেরা ওয়ানডে একাদশ-
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, রস টেলর, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা ও রশিদ খান।
Discussion about this post