ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত সদস্য ছিলেন তিনি। রীতিমতো তারকা খ্যাতি উপভোগ করেছেন দীর্ঘ সময়। এখন জাতীয় দল থেকে ছিটকে গেলেও জনপ্রিয়তার কমতি নেই। তাইতো তার খবর জানতে মুখিয়ে থাকেন ভক্তরা। তাদের জন্য দারুণ এক খুশির খবর। ইরফান পাঠান প্রথমবারের মতো বাবা হলেন। খবরটা এই অলরাউন্ডার নিজেই জানিয়ে দিলেন টুইটারে।
তার ভাই ইউসুফ পাঠানও এমন খবরে উচ্ছ্বসিত। টুইটারে ভাইকে অভিনন্দনও জানিয়েছেন ড্যাশিং এই ক্রিকেটার। আবার অন্যদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন ইরফান।
টুইটারে তিনি লিখেছেন, ‘আসলে এই অনুভূতি বলে বোঝানো কঠিন। আল্লার অশেষ কৃপায় পুত্র সন্তানের জনক হলাম। সবাই দোয়া করবেন।’ জানা গেছে নবজাতক এবং তার মা সুস্থ আছেন।
এ বছরের শুরুতে সৌদি বংশোদ্ভুত মডেল সাফার সঙ্গে বিয়ের হয় ইরফানের। পরিচয়টা অবশ্য বছর দুই আগের। এর আগে অস্ট্রেলিয়ান প্রবাসী শিবাঙ্গি দেবের সঙ্গে ৯ বছরের প্রেম ছিল তার। এক পর্যায়ে বিয়ের কথাও ভাবতে শুরু করেন। কিন্তু বড় ভাই ইউসুফ পাঠানের জন্য সেই প্রেম বিসর্জন দিতে হল তাকে। সফর দেশে দেশে ফিরেন ইরফান। শিবাঙ্গী অস্ট্রেলিয়ায়। এক পর্যায়ে শিবাঙ্গী ভারতে চলে আসেন। মনে হচ্ছিল বুঝি দুই ধর্মের বাধা কাটিয়ে বিয়েটাও হয়ে যাবে। কিন্তু হল না।
বড় ভাইকে রেখে বিয়ে করতে রাজী হলেন না পেস বোলার ইরফান। অন্যদিকে শিবাঙ্গী এটা মানতে পারলেন না। ভাঙ্গল সম্পর্ক।
Discussion about this post