একসঙ্গে দুটো সুসংবাদ! অ্যাম্বুলেন্সে করে ওয়েলটিংটনের বেসিন রিজার্ভ ছাড়লেও ইমরুল কায়েসকে নিয়ে শঙ্কা নেই।আঘাত ততোটা মারাত্মক নয়। একইসঙ্গে জানা গেল চোট কাটিয়ে উঠেছেন মুশফিকুর রহীম। সোমবার টেস্টের পঞ্চম ও শেষদিনে ব্যাট হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবেন টাইগার ক্যাপ্টেন।
ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে চোট পাওয়া ইমরুল কায়েস যেভাবে মাঠ ছেড়েছিলেন, তাতে ভয় ধরে গিয়েছিল বাংলাদেশ শিবিরে। উঠে দাড়াতে না পারায় স্টেচারে মাঠের বাইরে অাসেন। তারপর অ্যাম্বুলেন্সে করে এই ওপেনারকে নেয়া হয় স্থানীয় হাসপাতালে।
সেখানে এক্স-রে শেষে খুশির খবর। মারাত্মক কিছু সমস্যা নেই। ইমরুল হাসপাতাল থেকে টিম হোটেলে ফিরেছেন। উরুর মাংসপেশিতে টান পড়েছে তার। তবে ২৪ রান নিয়ে মাঠ ছাড়া এই ক্রিকেটার সোমবার নামতে পারবেন কীনা সেটি এখনো নিশ্চিত নয়। সকালে এনিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
তবে মুশফিকের ব্যাট হাতে নামাটা নিশ্চিত। প্রথম ইনিংসে ১৫৯ রান করে ফেরা এই ব্যাটসম্যান পরে চোট নিয়ে মাঠ ছাড়েন। তার বদলে কিপিংয়ে ছিলেন ইমরুল কায়েস।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৫৯৫/৮ ডিক্লেয়ার্ড
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫৩৯
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৮.৩ ওভারে ৬৬/৩ (তামিম ২৫, ইমরুল আহত অবসর ২৪, মুমিনুল ১০, মাহমুদউল্লাহ ৫, মিরাজ ১; বোল্ট ০/২১, সাউদি ০/১২, স্যান্টনার ১/১৯, ওয়েগনার ১/১৪)
Discussion about this post