ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের মাঠে ফেভারিট হয়েই খেলতে নেমেছিল বাংলাদেশ ‘এ’ দল। স্কোয়াডে যখন জাতীয় দলের দুই তারকা এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস তখন তো আশাবাদী হতেই হয়। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ভিন্ন অভিজ্ঞতাই হলো তাদের। খুলনায় প্রথম চারদিনের ম্যাচে ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। শুরুতেই চমকে গেল স্বাগতিকরা।
সোমবার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ ও শেষ দিনে ৯ উইকেটে ১৭০ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু ইনিংস শেষ মাত্র ১৭৫ রানে। এরপর জিততে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের লক্ষ্য দাঁড়ায় ১৭১ রান। আর সেি্ সংগ্রহটা ৩ উইকেট হারিয়েই পূরণ করে ফেলে সফরকারী দল। হাফসেঞ্চুরি করেন ইব্রাহিম জর্ডান ও অধিনায়ক নাসির জামাল।
তবে জবাবে নামা আফগানদের শুরুতে কোনঠাসা করে ফেলেছিলেন বাংলাদেশের পেসার সালাউদ্দিন শাকিল। উসমান গনি ও বাহির শাহকে কট বিহাইন্ড করে আউট করেন তিনি। এরপর শহিদউল্লাহকে সাজঘরের পথ দেখান স্পিনার সানজামুল ইসলাম। কিন্তু তারপর আর সাফল্য মেলেনি।
ইব্রাহিম জাদরান ও নাসির জামাল গড়েন ১০২ রানের জুটি। ১৬৪ বলে ৭৬ রান তুলেন ইব্রাহিম। অধিনায়ক নাসির ৯৯ বলে করেন ৫৯ রান ।
চারদিনের এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা কায়েস আহমেদ।
লড়াইয়ে ১ম ইনিংসে এনামুল হক বিজয়ের ১২১ ও আফিফ হোসেন ধ্রুবর ৫০ রানে বাংলাদেশ ‘এ’ দল করেছিল ২৫৩। জবাবে আফগান দল অলআউট হয়ে করে ২৫৭।
সিরিজ ড্রয়ের সুযোগ থাকছে বাংলাদেশ ‘এ’ দলের সামনে। দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় চারদিনের ম্যাচ শুরু হবে ১২ জুলাই, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ২৫৩/১০
আফগানিস্তান ‘এ’ দল ১ম ইনিংস: ২৫৭/১০
বাংলাদেশ ‘এ’ দল ২য় ইনিংস: ৫৮.৪ ওভারে ১৭৫/১০ (সুমন ২, শাকিল ৩*; ইয়ামিন ১/১৮, নাভিন ২২/১, আশরাফ ১/৪৪, কায়েস ৭/৬৫)
আফগানিস্তান এ দল ২য় ইনিংস: ১৭৩/৩ (উসমান ২, ইব্রাহিম ৭৬*, বাহির ২০, শহিদউল্লাহ ১৫, নাসির ৫৯*; শাকিল ২/২৬, সানজামুল ১/৫১)
ফল: আফগানিস্তান ‘এ’ দল ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: কায়েস আহমেদ
Discussion about this post