প্রথম দিনই আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল ট্রেন্ট ব্রিজে হারতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আসলে ১ম ইনিংসে ৬০ রানে অলআউট হলে কী সেই ধাক্কা সামলানো যায়? যায় না বলেই শনিবার টেস্টের তৃতীয়দিন সকালেই ডুবল অজিদের তরী। লজ্জা এড়ানো গেল না। ইনিংস ও ৭৮ রানে অজিদের হারিয়ে অ্যাশেজ পুনরুদ্ধার করল ইংল্যান্ড।
পাঁচ টেস্টের অ্যাশেজে ৪ ম্যাচ শেষে ৩-১ এগিয়ে থাকল ইংল্যান্ড।
শনিবার সকালে ৭ উইকেটে ২৪১ রান নিয়ে খেলতে নামে সফরকারীরা। লক্ষ্য ছিল একটাই ইনিংস হার এড়ানো। সেটা করতে কমপক্ষে ৯০ রান করতে হতো মাইকেল ক্লার্কের দলের। কিন্তু শেষ ৩ উইকেট হারিয়ে তারা করে ১২ রান!
এমন লজ্জার টেস্ট শেষে শুধু ক্যাপ্টেন্সি নয়, সমালোচনার মুখে অবসরও নিয়ে নিচ্ছেন ক্লার্ক।
এদিকে ট্রেন্ট ব্রিজে ম্যাচসেরার পুরস্কার পেলেন টেস্টে মিলিয়ে ৯ উইকেট নেওয়া স্টুয়ার্ট ব্রড।
বলা দরকার ৫৯৯ দিন আগেই যে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড হোয়াইটওয়াশ হয়েছিল।
Discussion about this post