ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দেশের বাইরে টানা ৮ টেস্টে হার দেখেছে বাংলাদেশ। দুঃখজনক হলেও সত্য আরেকটি হারের মঞ্চ তৈরি। দ্বিতীয় ইনিংসেও ফ্লপ টাইগাররা। রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিন শেষেই হারের শঙ্কায় বাংলাদেশ দল। ইনিংস হার বাঁচানোটাও যেন মিশন ইমপসিবল। নাসিম শাহর হ্যাটট্রিকে জয়ের দ্বারপ্রান্তে পাকিস্তান দল।
রোববার দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে ইনিংস হার বাঁচাতে এখনো চাই ৮৬ রান। ৩৭ রান নিয়ে উইকেটে অধিনায়ক মুমিনুল হক। সঙ্গে আছেন লিটন দাস (০)।
বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সাইফ হাসান ফের ব্যর্থ। ব্যক্তিগত ১৬ রানে এসে আউট সাইফ। নাসিম শাহর বলে স্ট্যাম্প উড়ে যায় তার।তবে এরমধ্যেই তামিমের সঙ্গে রেকর্ড বইয়ে নাম লেখান সাইফ। পাকিস্তানের মাটিতে টেস্টে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ২৮ রান করেন হান্নান সরকার ও জাভেদ ওমর। ২০০৩ সালে মুলতান টেস্টের সেই রেকর্ড এবার ভাঙেন সাইফ-তামিম। করেন ৩৯ রান।
তামিম ইকবাল ফেরেন ৫৬ বলে ৬টি চারে করেন ৩৪ রান। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত পঞ্চাশ ছাড়ানো স্কোর গড়েন। নাসিম শাহ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। শান্তকে (৩৮) আউট করে শুরু। ষোল বছর বয়সী এই পেসার এরপরের দুই বলে নেন তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট।
মোহাম্মদ মিঠুন ফেরেন কোন রান না করেই।
রোববার তৃতীয় দিন সকালে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশ। পাকিস্তানকে ৪৪৫ রানে অলআউট করে দল। তিনটি করে উইকেট নেন দুই পেসার রুবেল হোসেন ও আবু জায়েদ চৌধুরি রাহি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৩৩/১০ (তামিম ৩, সাইফ ০, শান্ত ৪৪, মুমিনুল ৩০, মাহমুদউল্লাহ ২৫, মিঠুন ৬৩, লিটন ৩৩, তাইজুল ২৪, রুবেল ১, আবু জায়েদ ০, ইবাদত ০*; আফ্রিদি ৪/৫৩, আব্বাস ২/১৯, নাসিম ১/৬১ ও হারিস ২/১১)।
পাকিস্তান ১ম ইনিংস: ১২২.৫ ওভারে ৪৪৫ (মাসুদ ১০০, আবিদ ০, আজহার ৩৪, বাবর ১৪৩, শফিক ৬৫, হারিস ৭৫, রিজওয়ান ১০, ইয়াসির ৫, আফ্রিদি ৩, আব্বাস ১* নাসিম ২; ইবাদত ২৫ -৬-৯৭-১, আবু জায়েদ ২৯-৪-৮৬-৩, রুবেল ২৫.৫-৩-১১৩-৩, তাইজুল ৪১-৬-১৩৯-২, মাহমুদউল্লাহ ২-০-৬-০)
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৫ ওভারে ১২৬/৬ (তামিম ৩৪, সাইফ ১৬, শান্ত ৩৮, মুমিনুল ৩৭*, তাইজুল ০, মাহমুদউল্লাহ ০, মিঠুন ০, লিটন ০*; আফ্রিদি ১১-২-৩৫-০, আব্বাস ১১.৪-৫-২০-০, নাসিম ৮.২-২-২৬-৪, ইয়াসির ১১-২-৩৩-২, আসাদ ৩-০-১২-০)
Discussion about this post