ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এবার কনুইয়ের চোট নিয়ে স্টিভেন স্মিথের মতো ডেভিড ওয়ার্নারও বাংলাদেশ ছাড়ছেন। শেষ হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানাচ্ছে দেশে ফিরে যাবেন ওয়ার্নার। সিলেট সিক্সার্স জানিয়েছে, চোট থাকলেও তাদের অধিনায়কের দেশে ফেরার সিদ্ধান্ত এখনো হয়নি।
যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া দেশটির গণমাধ্যমে জানিয়েছে-ডান কনুইয়ের ব্যথা বেশ ভোগাচ্ছে ওয়ার্নারকে। এ কারণে শুক্র ও শনিবার সিলেট পর্বের শেষ দুটি ম্যাচ খেলে অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন সিলেট সিক্সার্স অধিনায়ক। দেশে ফিরে ডাক্তারের পরামর্শ নেবেন ওয়ার্নার।
সিলেট সিক্সার্সের মিডিয়া ম্যানেজার তামজিদুল ইসলাম বৃহস্পতিবার জানান, ওয়ার্নারের ইনজুরি নিয়ে সিলেটের টিম ম্যানেজম্যান্ট সতর্ক। সিলেটে বাকী ম্যাচগুলোতেও খেলবেন এই তারকা ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে দলটির টিম ম্যানেজম্যান্ট। কনুইয়ে চোট পেয়েছেন এই তারকা ক্রিকেটার। এ অবস্থায় ক্রিকেট অস্ট্রেলিয়ার পরামর্শে চোটের চিকিৎসা করাতে সোমবার ফিরে যাবেন ওয়ার্নার।
এর আগে তার সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথও কনুইয়ের চোট নিয়ে দেশে ফিরে যান। বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসে অভিজ্ঞতাটা ভাল হয়নি তার। কুমিল্লা ভিক্টােরিয়ান্সের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেন তিনি। বল টেম্পারিংয়ে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত স্মিথ-ওয়ার্নার দুজনেরই এটি অভিষেক বিপিএল।
স্মিথ দুই ম্যাচে ব্যর্থ হলেও সিলেট অধিনায়ক ওয়ার্নার রান পাচ্ছেন। ৫ ম্যাচে করেছেন দুটি ফিফটি। বুধবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৩৬ বলে তুলেন অপরাজিত ৬১ রান। ভিন্ন কিছু না হলে ২১ জানুয়ারি অস্ট্রেলিয়া ফেরত যাবেন ওয়ার্নার।
Discussion about this post