দুর্ভাগ্য হয়তো একেই বলে। এক ম্যাচ খেলেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হয়ে গেল মুশফিকুর রহিমের। আঙুলের চোটে বাকি দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন তিনি। প্রথম ম্যাচে ৯২ রানে হারের পর আরেকটি ধাক্কা খেলো বাংলাদেশ দল।
আনুষ্ঠানিক বিবৃতিতে বৃহস্পতিবার অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চোটের খবরটি জানাল বিসিবি। যদিও তবে তার বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি তারা।
বধিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে গ্লাভস হাতে তিনটি ক্যাচ শিকার করেন মুশফিক। ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ রান করে আউট। অবশ্য কিপিং করার সময়েই চোট পান তিনি। তাতেই সর্বনাশ। ব্যাটিংয়েও নামেন আট নম্বরে। এক্স-রেতে দেখা গেল বাম হাতের তর্জনীতে চিড় ধরা পড়েছে।
সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে কথা ফিজিও দেলোয়ার হোসেন বলেন, ‘আফগানিস্তান ম্যাচে ফিল্ডিংয়ের সময় উইকেটকিপার মুশফিক হাতের আঙ্গুলে চোট পেয়েছেন। সেই চোট নিয়েই পরে তিনি ব্যাটিংয়ে নামেন। তার ইনজুরির এক্সরে রিপোর্ট জানাচ্ছে বাঁ হাতের আঙ্গুলের ডিপ জয়েন্টে ফ্র্যাক্চার হয়েছে। এখন চিকিৎসাধীন থাকতে হবে তাকে। এ কারণেই সিরিজের বাকি দুই ম্যাচে তার খেলা হচ্ছে না। তার চিকিৎসার বিষয়ে পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে।’
শুক্রবার শারজায় একজন অর্থোপেডিক চিকিৎসক মুশফিকের ইনজুরির কী অবস্থা সেটি দেখবেন। তারপরই পরবর্তী ফ্লাইটেই দেশে ফেরার কথা রয়েছে মুশফিকের।
আগামী ৯ নভেম্বর দ্বিতীয় ও ১১ নভেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাতেই। সিরিজ বাঁচিয়ে রাখতে জয়ে ফিরতেই হবে বাংলাদেশকে।
Discussion about this post