চট্টগ্রাম টেস্টের দ্বিতীয়দিনে বুধবার প্রথম বল থেকেই উইকেটকিপিং করছেন শামসুর রহমান শুভ। নিয়মিত উইকেটকিপার মুশফিকুর রহিম বাঁহাতের কনিষ্ঠ আঙ্গুলে চোটের কারণে বিশ্রামে রয়েছেন। মাঠে অধিনায়কের দায়িত্ব সামাল দিচ্ছেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। উইকেটের পেছনে মুশফিকের এই না থাকাটা বাংলাদেশের জন্য মোটেও ভাল কিছু হয়নি। কিপিং গ্লাভস হাতে বদলি উইকেটকিপার হিসাবে শামসুর রহমান দক্ষতা দেখাতে পারেননি। দ্বিতীয়দিন সকালে শ্রীলঙ্কার ব্যাটসম্যান ভিতানাগের সহজ একটা স্ট্যাম্পিং মিস করেন শামসুর। বেচারা বোলার ছিলেন সোহাগ গাজী। ভিতানাগ সামনে বেড়ে সোহাগ গাজীর বলে ছক্কা হাঁকাতে যান। কিন্তু বলের লাইন মিস করেন। তার ব্যাটকে ফাঁকি দিয়ে বল পেছনে যায়। তখনো পপিংক্রিজ থেকে অনেক দুরে দাড়িয়ে ভিতানাগ। কিন্তু উইকেটকিপার শামসুর রহমান বলে হাতই লাগাতে পারেননি। লেগসাইড দিয়ে সেই বল বাই রান হয়ে বাউন্ডারি পার করে। ভিতানাগের রান তখন ২০। পরে অবশ্য ভিতানাগ ৩৫ রান করে নাসির হোসেনের বলে এলবিডব্লু হন।
মুশফিক হাতে চোট পেয়েছিলেন ম্যাচের প্রথমদিনেই। কিন্তু সেই ব্যাথা নিয়েই দিনভর কিপিং করে যান মুশফিক। প্রথমদিনের খেলা শেষে হোটেলে ফিরেই ব্যাথাটা আরও বেড়ে যায়। ফিজিও দেবাশীষ রাতেই তার এক্সরে করান। তবে এক্সরে রিপোর্টে বড় কোন ধরনের সমস্যা ধরা পড়েনি।
তবে চিকিৎসক কিছু না জানালেও এই টেস্টের ১ম ইনিংসে মুশফিক ব্যাট করতে পারবেন কীনা তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে!
Discussion about this post