হঠাৎ করেই বাংলাদেশ জাতীয় দলে দুঃসংবাদ। ইনজুরিতে তিন ওপেনার। তামিম ইকবাল আগে থেকেই পিঠের সমস্যায় ভুগছেন। সেই চোট ফের কাবু করল তাকে। একই দিনে চোট পেলেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা অন্য দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে পিঠের চোটের কারণে খেলেননি তামিম। ওই ধাক্কা সামলে প্রস্তুত হচ্ছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার ফের পিঠে সমস্যায় কাবু তামিম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলনের সময় পিঠে ব্যথা পান এই ওপেনার। পিঠে হাত দিয়েই ছাড়েন মাঠ।
আফগানিস্তানের বিপক্ষে ১৫ সদস্যের ওয়ানডে দলে থাকা লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ ব্যাটিংয়ের সময় বলের আঘাত পেলেন পায়ে ও হাতে। ব্যাটিংয়ের সময় নিচু হয়ে আসা একটা বল নাঈমের হাঁটুর একটু ওপরে আঘাত হানে। তার চোট গুরুতর নয়। থ্রো ডাউনের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ডান হাতে আঘাত পান লিটন। ব্যথা সহ্য করতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বসেন। এরপর আর তিনি নেটে ব্যাটিং অনুশীলন করেননি।
ব্যাটিংয়ের সময় ফিজিও সানিকে দেখা গেছে লিটনকে নিয়ে কাজ করতে। নেটে ব্যাটিংয়ের সময় ঘাড়ে ব্যথা অনুভব করেন তিনি। এরপর সানি এসে কিছুক্ষণ পরিচর্যা করে দেন। শ্যাডো ব্যাটিং করে লিটন তখন বোঝার চেষ্টা করেন তিনি ঠিক আছেন কি না।
দুপুর ২টা থেকে অনুশীলন শুরু হয়। যদিও এর আগে থেকেই ক্রিকেটাররা আসতে থাকেন। একাডেমি মাঠের নেটগুলোতে চলতে থাকে নিবিড় অনুশীলন। ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের দলে না থাকলেও সৌম্য সরকার অনুশীলনে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। নেটে লম্বা সময় ধরে অনুশীলন করেন।
নেটে এদিন তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমান বোলিং করেন। আরেকটি নেটে বোলিং করেন হাসান মাহমুদ-শরিফুল ইসলাম।
টেস্ট শেষে বিরতি পাচ্ছে বাংলাদেশ ও আফগান দল। আফগানিস্তান যাবে আবুধাবীতে। ১ জুলাই ফের বাংলাদেশে আসবে তারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু ৫ জুলাই। এই মাঠেই পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই।
Discussion about this post