হাঁটুর চিকিৎসা করাতে কয়েকদিন আগেই থাইল্যান্ডে গিয়েছিলেন। করিয়েছেন এমআরআই। কিন্তু রিপোর্ট খুব একটা ভালো আসেনি তামিম ইকবালের। যে কারণে ড্যাশিং এ ওপেনারের মাঠে ফিরতে অপেক্ষা আরও বেড়ে গেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিকিৎসকরা আপাতত তামিমকে দিয়েছেন বিশ্রামের পরামর্শ। সে হিসেবে আগামী পাঁচ–ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে চট্টগ্রামের এ ক্রিকেটারকে। তবে অনুশীলন করতে পারবেন তিনি। লম্বা সময় যে মাঠের বাইরে থাকতে হবে, তা নিজেও বুঝতে পারছেন তামিম ইকবাল। রোববার ব্যাংকক থেকে এ ব্যাপারে তিনি জানিয়েছেন, ‘আমাকে হয়তো লম্বা সময়ের জন্য বিশ্রামে চলে যেতে হবে। এ সময় পুনর্বাসন-প্রক্রিয়া ছাড়া আর কিছু করতে পারব না।’
সোমবার ব্যাংককে আবারও বিশেষজ্ঞ চিকিৎসকের দারস্থ হবেন তামিম। এরপর তার মাঠে ফেরার ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যাবে। আগামীকালই দেশে ফেরার কথা এ বাঁহাতি ব্যাটসম্যানের।
বেশ আগে থেকেই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন তামিম। এ থেকে মুক্তি পেতে অস্ট্রেলীয় শল্যবিদ ডেভিড ইয়াংয়ের ছুরি-কাঁচির নিচেও গিয়েছিলেন ড্যাশিং এ ওপেনার। কিন্তু এখনো পুরোনো সেই ইনজুরি ভালোই ভোগাচ্ছে তাকে। তাইতো কয়েকদিন আগেই উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে তামিম উড়াল দিয়েছিলেন থাইল্যান্ডে।
আপাতত আন্তর্জাতিক ব্যস্ততা নেই বাংলাদেশের। যে কারণে তামিমের ইনজুরি নিয়েও চিন্তার কিছু দেখছে না বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি আশা করছে, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন ড্যাশিং ওপেনার। আগের মতোই আবারও ব্যাটহাতে নামবেন ২২ গজে।
Discussion about this post