আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই ক্রিকেটকে ঘিরে উৎসবের মেজাজে আছে পাকিস্তানিরা। চির প্রতিদ্বন্দী ভারতকে হারিয়ে শিরোপা জেতার কারণেই কীনা কে জানে তার রেশ হয়ে গেছে এখনো। দেশে ফিরে পুরস্কারের বন্যায় রীতিমতো কোটিপতি বনে গেছেন সরফরাজ আহমেদরা। এইতো গেল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন দলটির সব সদস্যকে পুরস্কৃত করলেন।এক কোটি রুপি পেয়েছেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকও। এরপরই শুরু হয়ে গেছে সমালোচনা।
অবশ্য এর পেছনে কারণটাও বেশ সংগত। পাকিস্তান দলের অন্য নির্বাচকরা যেখানে পেলেন ১০ লাখ রুপি, সেখানে ইনজামাম কীনা ১ কোটি! সাবেক নির্বাচক ইকবাল কাসিম উত্তেজিত, বললেন, ‘প্রধান কোচ ও অন্য স্টাফরা ৫০ লাখ রুপি করে পাচ্ছেন, সেখানে প্রধান নির্বাচককে এ অর্থ দেয়ার মানেটা কি? এতো বৈষম্য কেন করা হল জানতে চাই?’
জানা গেছে প্রধানমন্ত্রীর অফিসের প্রাথমিক বিজ্ঞপ্তি মেনে ক্রিকেটারদের ১ কোটি ও কোচদের ৫০ লাখ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পরে মিডিয়া ম্যানেজার, ফিজিও এবং অন্য সদস্যদের পরিমাণ কমিয়ে দেওয়া হয়।’
ইনজির এই ব্যাপারটা নিয়ে সমালোচনার ঝঢ় বয়ে যাচ্ছে। যদিও সাবেক এই তারকা ক্রিকেটারকে আলাদা চোখেই দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্য নির্বাচকরা মাসে ৩ লাখ রুপি বেতন পান। আর ইনজামামের মাসিক আয় ১২ লাখ রুপি! এসব ব্যাপার নিয়ে প্রধান নির্বাচক অবশ্য আগের মতোই চুপ!
Discussion about this post