অবশেষে এল সেই দিন, যেটির জন্য অপেক্ষায় ছিলেন কোটি ক্রিকেটপ্রেমী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। শুরু থেকেই ম্যাচ ঘিরে ছিল তুমুল উত্তেজনা। টসের হাসি হাসলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তিনি কোনো দ্বিধা না করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
টুর্নামেন্টে দুই দলই শুরুর ম্যাচে পেয়েছে দাপুটে জয়। পাকিস্তান প্রথম ম্যাচে ওমানকে হারিয়েছে ৯৩ রানে। ১৬০ রানের বড় সংগ্রহ গড়ে নিজেদের বোলিং শক্তির প্রমাণ দিয়েছে তারা। অপরদিকে ভারত আরও স্বচ্ছন্দ জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। মাত্র ৪.৩ ওভারেই ৫৭ রানের লক্ষ্য তাড়া করে ৯ উইকেটে জিতে যায় তারা।
এমন দুর্দান্ত সূচনার পর আজকের লড়াইকে বলা হচ্ছে সেরা চারে ওঠার দ্বার খুলে দেওয়ার ম্যাচ। যে দল জিতবে, তারাই এগিয়ে যাবে পরবর্তী রাউন্ডে।
একাদশ নিয়ে ম্যাচের আগে জল্পনা ছিল বেশ। পাকিস্তান দলে হারিস রউফকে নামানোর আভাস শোনা গিয়েছিল বিভিন্ন মাধ্যমে। তবে শেষ পর্যন্ত পরিবর্তন হয়নি, প্রথম ম্যাচের দল নিয়েই মাঠে নেমেছে তারা। ভারতও একই পথে হেঁটেছে।
টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি ইতিহাস ভারতের পক্ষেই ভারী। এখন পর্যন্ত ১৩টি ম্যাচে ১০ বার জয়ী হয়েছে ভারত। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৬ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল রোহিত শর্মার দল। সেই স্মৃতি থেকেই হয়তো ভারত আত্মবিশ্বাসী। তবে পাকিস্তানও এবার প্রমাণ করতে চায়, তারা চাপ সামলাতে পারে এবং বড় মঞ্চে জয় ছিনিয়ে নিতে সক্ষম।
দুই দলের একাদশ
ভারত
অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, সাঞ্জু স্যামসন, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরা।
পাকিস্তান
শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
Discussion about this post