ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জয়ের মঞ্চটা আগের দিনই প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ। রোববার সকালেই মেহেদী হাসান মিরাজের স্পিন ঘূর্ণিতে জয়ের সুবাস পেতে শুরু করে দল। এরপর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ ঠিক তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেখানে রান তুলেছেন দাপটে সেখানেই অসহায় দেখাচ্ছিল সফরকারীদের। তারই পথ ধরে প্রথম ইনিংসে মাত্র ১১১ রানে অলআউট।
বাংলাদেশের ১ম ইনিংসের ৫০৮ রানের জবাবে মাত্র ১১১। ফলোঅনে পড়ে উইন্ডিজ। প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে গুটিয়ে বাংলাদেশ পেল প্রথমবার ফলো অন করানোর স্বাদ পায় টাইগাররা। এরপর ফলোঅনে পরে ব্যাট করতে নামা উইন্ডিজকে ২১৩ রানে অলআউট করে বাংলাদেশ। দল পায় ইনিংস ও ১৮৪ রানের জয়।
ঢাকা টেস্টের তৃতীয় দিনে রোববার সকালে এক ঘণ্টারও কম সময়ে বাকী ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে এর আগে সবচেয়ে কম রানের ইনিংস ছিল ২০১৪ সালে জিম্বাবুয়ের, তারা তুলে ১১৪।
ইতিহাস জানাচ্ছে বাংলাদেশ দুইশ রানের লিড পেয়েছিল একবার। কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে ২১৮ রানের লিড নেয় টাইগাররা। তখন প্রতিপক্ষকে ফলোঅন না করালেও এবার করিয়েছে।
বাংলাদেশের এই সাফল্যের নায়ক এবার মেহেদী হাসান মিরাজ। ৫৮ রানে ৭ উইকেট নেন তিনি। যা তার ক্যারিয়ারসেরা। আর বাংলাদেশের কোন বোলারের টেস্টে তৃতীয়সেরা। অফ স্পিনারের এটিই প্রথম ৭ উইকেট শিকার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৫০৮/১০
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৬.৪ ওভারে ১১১/১০ (হেটমায়ার ৩৯, ডাওরিচ ৩৭, বিশু ১, রোচ ১, ওয়ারিক্যান ৫*, লুইস ০; সাকিব ৩/২৭, মিরাজ ৭/৫৮)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৫৯.২ ওভারে ২১৩/১০
ফল: বাংলাদেশ ইনিংস ও ১৮৪ রানে জয়ী
Discussion about this post