আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার পাকিস্তানকে ৯ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।বাংলাদেশের ছেলেরা প্রথম বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে গড়েছিল জয়ের ইতিহাস। ২৩ বছর পর মেয়েদের প্রথম জয়ও সেই পাকিস্তানের বিপক্ষেই।
সোমবার হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ব্যাট করে তুলে ২৩৪ রান। এটি ওয়ানডেতে দলটির সর্বোচ্চ দলীয় সংগ্রহ। টানা দ্বিতীয় ফিফটিতে ফারজানা হক তুলেন ৭১। অধিনায়ক নিগার সুলতানা করেন ৪৬ রান। ওপেনার শারমিন আক্তার ৪৪ রান করলে দল পায় বড় পুঁজি। এরপর রান তাড়ায় ওপেনার সিদরা আমিন করেন সেঞ্চুরি। অন্যদের ভয়ঙ্কর হতে দেয়নি টাইগ্রেস বোলাররা। তারা আটকে যায় ২২৫ রানে। এটি ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা তৃতীয় জয়।
কৃতিত্বটা মেষদিকে বোলারদেরই। কারণ ৪১ ওভার শেষেও ৮ উইকেট বাকি ছিল পাকিস্তানের। এরপর অধিনায়কত্বে নিগার সুলতানা নিয়ে আসেন দুই লেগ স্পিনার রুমানা আহমেদ ও ফাহিমা খাতুনকে। ব্যস, ৫ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। তার পথ ধরেই পাকিস্তান বধ।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ফাহিমা শিকার করেন ৩ উইকেট। রুমানা নেন ২ উইকেট।
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কাছে হারের পর বাংলাদেশ পেয়েছে জয়ের দেখা! রীতিমতো ইতিহাস গড়া প্রথম জয়, বিশ্বকাপের ময়দানে। এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, রিতু ১১, ফাহিমা ০, সালমা ১১*, নাহিদা ২*; ফাতিমা সানা ১০-০-৫৪-১, ডায়না ৫-১-৩২-০, নিদা ১০-০-৪৫-১, নাশরা ১০-০-৪১-৩, গুলাম ফাতিমা ৭-০-৩০-০, ওমাইমা ৮-১-৩১-১)।
পাকিস্তান: ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদরা আমিন ১০৪, বিসমাহ ৩১, ওমাইমা ১০, আলিয়া ০, ফাতিমা সানা ০, সিদরা নওয়াজ ১, ডায়না ১২, নাশরা ৯*, গুলাম ফাতিমা ৫*; জাহানারা ৪-০-২০-১, তৃষ্ণা ৪-০-১৯-০, সালমা ৯-০-২৯-১, নাহিদা ৯-০-৪৮-০, রুমানা ৭-০-২৯-২, রিতু মনি ৯-০-৪২-০, ফাহিমা ৮-০-৩৮-৩)।
ফল: বাংলাদেশ ৯ রানে জয়ী।
ম্যাচসেরা: ফাহিমা খাতুন।
Discussion about this post