নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে ক্রিকেটে জয় ছিল স্বপ্নের মতো ব্যাপার! কিছুতেই জয় ধরা দিচ্ছিল না হাতে! অবশেষে ১৯ বারের চেষ্টায় নিউজিল্যান্ডকে তাদের মাঠে হারাল বাংলাদেশ। ইতিহাস গড়ল বাংলাদেশ!
সিরিজ হেরে যাওয়ায় লক্ষ্য ছিল হোয়াইটওয়াশ এড়ানোর, সেখানে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে ১৮টি ওয়ানডে খেলা বাংলাদেশ হেরেছে সব কটিতেই। সিরিজের শেষ ম্যাচের আগে দুই দলের স্কোরলাইনটা-নিউজিল্যান্ড ১৮-০ বাংলাদেশ। এবার সেই অধরা জয় পেল বাংলাদেশ!
তৃতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে পেয়েছে নিজেদের সবচেয়ে বড় জয়। এর আগে দুইবার মিরপুরে জেতে ৭ উইকেটে।
তিনটি করে উইকেট নিয়ে তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার ও শরিফুল ইসলাম ৯৮ রানে আটকে দেন স্বাগতিকদের। বাংলাদেশের বিপক্ষে যা নিউজিল্যান্ডের সর্বনিম্ন রান।
এরপর শান্ত ও এনামুল হকের আগ্রাসী ব্যাটিংয়ে ২০৯ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা!
ওয়ানডে সিরিজের পর এই দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই নেপিয়ারেই প্রথম ম্যাচ আগামী বুধবার।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৩১.৪ ওভারে ৯৮/১০ (ইয়াং ২৬, রবীন্দ্র ৮, নিকোলস ১, ল্যাথাম ২১, ব্লান্ডেল ৪, চ্যাপম্যান ২, ক্লার্কসন ১৬ , মিল্ন ৪, আশোক ১০, ডাফি ১*, ও’রোক ১; শরিফুল ৭-০-২২-৩, তানজিম ৭-২-১৪-৩, মুস্তাফিজ ৭.৪-০-৩৬-১, সৌম্য ৬-১-১৮-৩, মিরাজ ১-০-৩-০, রিশাদ ৩-০-৪-০)।
বাংলাদেশ: ১৫.১ ওভারে ৯৯/১ (সৌম্য আহত অবসর ৪, এনামুল ৩৭, শান্ত ৫১*, লিটন ১*; মিল্ন ৪-০-১৮-০, ডাফি ৫-০-২৭-০, ক্লার্কসন ২-০-১৯-০, ও’রোক ৪-০-৩৩-১, আশোক ০.১-০-২-০)।
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: তানজিম হাসান সাকিব।
সিরিজসেরা: উইল ইয়াং।
Discussion about this post