নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন নিগার সুলতানা জ্যোতি। মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে আজ সোমবার ইতিহাস গড়লেন তিনি। মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে ১৫৩ রানে অপরাজিত ছিলেন জ্যোতি।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে বিসিএলে উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্যাঞ্চলের প্রথম ইনিংসে তিন অঙ্কের দেখা পেয়ে ইতিহাসে নাম তুলেন তিনি। আগের দিন ৮৫ রানে অপরাজিত থাকা জ্যোতি আজ সোমবার সকালেই তুলেন শতরান। তিনে নামা অপরাজিত থাকেন ১৫৩ রানে।
জ্যোতির এই রেকর্ড গড়া শতরানে ছিল ২০টি চার, ২ ছক্কা। ২৫৬ বল খেলেন। আর বাংলাদেশ ক্রিকেটে নারীদের প্রথম শ্রেণির ম্যাচে প্রথম সেঞ্চুরিয়ান বনে যান। ফারজানা হকও তুলে নেন শতক। কয়েক ঘণ্টা পরই একই ম্যাচে নিগারের মধ্যাঞ্চলের বিপক্ষে উত্তরাঞ্চলের দ্বিতীয় ইনিংসে খেলেনন অপরাজিত ১০২ রানে ইনিংস। প্রথম ইনিংসে ৮৬ রান করে আউট হয়ে ‘প্রথম’ হওয়ার সুযোগ হারান ফারজানা।
বাংলাদেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম জয় তুলে নেয় দক্ষিণাঞ্চল। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে তিন দিনের ম্যাচটিতে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে হারায় দক্ষিণাঞ্চল।
এদিকে বাংলাদেশ পুরুষ ক্রিকেটে প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরির রেকর্ড আল শাহরিয়ার রোকনের। ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে শতরান তুলেন তিনি।
Discussion about this post