বল হাতে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশের বোলাররা। তারপরও অসাধারন একটা রেকর্ড সঙ্গী হল শফিউল ইসলামের। টেস্ট ক্রিকেটের ১৪০ বছরের ইতিহাসের অনন্য এক রেকর্ডের পাশে লেখা হল এই টাইগার বোলারের নাম। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪৫৪৮তম। সেখানে ৭০,০০০তম উইকেটটি পেলেন শফিউল। হাশিম আমলাকে ফিরিয়ে এই মাইলফলক উইকেটটি নেন তিনি।
টেস্টে ১৪০ বছরের ইতিহাসে ৭০ হাজারতম উইকেটটি শুক্রবার পেলেন শফিউল। ইতিহাস জানাচ্ছে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার ন্যাথানিয়েল ফ্রাম্পটন ডেভিস থমসন। যাকে ক্রিকেট বিশ্ব চেনে ন্যাট থমসন নামে। আর সেই উইকেটটি নেন ইংল্যান্ডের ডান হাতি ফাস্ট বোলার অ্যালেন হিল।
৪৫৪৮টি টেস্ট ম্যাচে উইকেটের সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৯২০টি। যারমধ্যে আউট হয়েছেন ৭০ হাজারের কিছু বেশি ব্যাটসম্যান!
Discussion about this post