সমীকরনটা ছিল এমন- ডু অর ডাই। দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ইতালি-উরুগুয়ের। জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগই ছিল না।
‘ডি’ গ্রুপের সেই লড়াইয়ে ইতালিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে উরগুয়ে।
ডিয়েগো গডিনের গোল ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় করে দিল চারবারের চ্যাম্পিয়ন ইতালিকে। ম্যাচের ৮১ মিনিটে জয়সুচক গোলটি করেন উরুগুয়ে অধিনায়ক।
মঙ্গলবার নাতালে অনুষ্ঠিত ম্যাচে শেষ ৩০ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয় আজ্জুরিদের। লালকার্ড দেখে মাঠ ছাড়েন ক্লাদিও মার্কিসিও। ম্যাচে উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ আলোচনায় এলেন। প্রতিপক্ষের ফুটবলার জর্জিও চিলেনিকে কামড় মারেন তিনি। যে কাজ আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে করেছেন এই তারকা স্ট্রাইকার।
এদিকে গ্রুপের আরেক ম্যাচে মঙ্গলবার ইংল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কোস্টারিকা। গ্রুপ অব ডেথ নামে পরিচিত ‘ডি’ গ্রুপে শীর্ষে থেকে পরের রাউন্ডে উঠল তারা।
এরইমধ্যে ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল তিন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, ইতালি এবং ইংল্যান্ড।
এদিকে শেষমুহুর্তে পেনাল্টি থেকে গোল করে প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠল গ্রিস। সি’ গ্রুপের ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে তারা।
আরেক ম্যাচে জাপানকে ৪-১ গোলে হারিয়েছে কলম্বিয়ার।
Discussion about this post