ইনজুরি পেস বোলারদের প্রধান শত্রু। তাসকিন আহমেদের চেয়ে এই সত্যটা কে বেশি জানে? ক্যারিয়ারের সেরা ফর্মে থেকেও বারবারই পড়েছেন চোটে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সেই একই দৃশ্যপট! সামনেই ইংল্যান্ড সিরিজ। দেশের মাঠে এই লড়াইয়ে থাকতে চান এই পেসার। তাইতো এখন সতর্ক।
বিপিএলে ঢাকা ডমিনেটরসের শেষ ম্যাচেও তাসকিন তাই খেলছেন না। এমনিতে মাঠে নামার সুযোগটাও কম। হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে। এ অবস্থায় আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজে খেলার সুযোগটা হাতছাড়া করতে চান না তাসকিন। তাইতো বিপিএলের বাকি ম্যাচে খেলবেন না তিনি।
গত ৩০ জানুয়ারি বিপিএলে সবশেষ দেখা গেছে তাকে। এরপর ঢাকার পরের দুই ম্যাচে দেখা যায়নি। মঙ্গলবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামবে ঢাকা। অবশ্য নাসির হোসেনের দল আগেই ছিটকে গেছে প্লে-অফের লড়াই থেকে।
এ কারণেই সোমবার অনুশীলন করেননি তাসকিন। হ্যামস্ট্রিংয়ে গ্রেড ওয়ান ধরনের টিয়ার দেখা গেছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘বিপিএলে আর খেলছে না। ওর আঘাত এক সপ্তাহ হয়ে গেছে। ধীরে ধীরে পুনর্বাসন শুরু হয়ে যাবে। সেটা আসলে ম্যাচ থেকে বিশ্রাম। অনুশীলন শুরু করে দেবে। আশা করছি, কোনো সমস্যা হবে না। এ কারণেই আমরা খেলা থেকে সরিয়ে নিয়েছি, যাতে ইংল্যান্ড সিরিজে তাকে পেতে কোনো সমস্যা না হয়।’
সব ঠিক থাকলে আসছে সপ্তাহে মাঠে দেখা যাবে তাসকিনকে। দেবাশীষ বলেন, ‘আগে অনুশীলন করবে, স্ট্রেংথ বাড়াতে হবে। সপ্তাহখানেকের মধ্যে বোলিং শুরু করতে পারবে বলে আশা করি। আমরা আস্তে আস্তে এগোব।’
এবারের বিপিএলে এবার শুরু থেকেই টানা ৯টি ম্যাচ খেলেছেন তাসকিন। তবে সফল হয়নি তার দল ঢাকা।
Discussion about this post