ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী মাসে পাকিস্তান সফরে যেতে কয়েকদিন আগে ২৯ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারপরও করোনা পরবর্তী যুগে পাকদের সেখানে যাওয়া নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত তা দূর হল ইমরান খান সরকারের অনুমতি পাওয়ায়।
ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে ইংল্যান্ড সফর ছাড়াও ক্রিকেটে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান। পিসিবির একটি সুত্র স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘যেহেতু মানুষ এখন ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলা দেখতে চায়, তাই আমাদের প্রধানমন্ত্রী এহসান মানিকে (পিসিবি চেয়ারম্যান) বলেছেন জাতীয় দলের ইংল্যান্ড সফরে যাওয়া উচিৎ। এতে করোনা সংকট ছাপিয়ে খেলাধুলা শুরু করার পথ হবে।’
ইংল্যান্ড সফর পাকিস্তান যাবে আগামী মাসের পর। এরপর সেখানে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবে দলটির খেলোয়াড়ও কোচিং স্টাফরা। এরমধ্যে অনুশীলনও সেরে নেবে পাকরা। তারপরও ইংল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু করবে দলটি।
পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড
ওপেনারঃ আবিদ আলি, ফাখর জামান, ইমাম উল হক এবং শান মাসুদ।
মিডল অর্ডারঃ আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক।
উইকেটরক্ষকঃ মোহাম্মদ রিজওয়ান এবং সরফরাজ আহমেদ।
পেসারঃ ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারি এবং ওয়াহাব রিয়াজ।
স্পিনারঃ ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান এবং ইয়াসির শাহ।
Discussion about this post