ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যে দলে চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার জেসন রয়। বাদ পড়েছেন জো ডেনলি।
এর আগে গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে রয় ছিলেন ব্যর্থ। তিন ম্যাচে করেন ২৪, ০, ও ১ রান। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার রেকর্ড বেশ ভাল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১৭ ওয়ানডে খেলে ৮৪৪ রান করেন ৪৯.৬৪ গড়ে ও স্ট্রাইক রেট ১১৫.৭৭।
সাইড স্ট্রেইন চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যই শেষ হওয়া টি-টোয়েন্টি দলে ছিলেন না রয়৷ এখন সুস্থ হওয়াতে দলে ফিরলেন তিনি। যথারীতি ওয়ানডেতে অধিনায়ক ইয়ন মরগান। মঈন আলি থাকছেন স্পিন অলরাউন্ডার হয়ে। পেস বিভাগ সামলাবেন আর্চার, ওকস, উড, কারানরা।
আগামী শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে হচ্ছে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে সামনের রোববার ও বুধবার।
ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াডঃ-
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ক্রিস ওকস ও মার্ক উড।
রিজার্ভ: সাকিব মাহমুদ, ফিল সল্ট, ডেভিড মালান।
Discussion about this post