ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। মাঝে মুশফিকুর রহিম ও শেষ দিকে নাসুম আহমেদ ছাড়া বলার মতো কেউ রান করতে পারেনি। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে ১২৪ রানের বেশি করতে পারেনি টিম টাইগার্স।
বুধবার আবি ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ১২৪ রান। মুশফিক সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া নাসুম আহমেদের ব্যাট থেকে ঝড়ো ১৯ রান। ইংল্যান্ডের মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন নেন ২টি করে উইকেট।
আবুধাবিতে ব্যাটিংয়ের শুরুতে বুধবার বেশ ইতিবাচকই দেখা যাচ্ছিল দুই ওপেনার নাঈম শেখ আর লিটন দাসকে। প্রথম ওভারেরই শেষ দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান লিটন। কিন্তু বেশিদূর এগোতে পারেনি তিনি। মঈন আলির করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ হন লিটন (৮ বলে ৯)। পরের বলে তুলে মারতে গিয়ে মিডঅনে তুলে দেন নাইমও (৭ বলে ৫)। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে বাংলাদেশ।
সেই চাপ আরও বাড়ান অভিজ্ঞ সাকিব আল হাসান (৭ বলে ৪) অদূরদর্শী শট খেলে। ক্রিস ওকসের বলে শর্ট ফাইন লেগে তুলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার, দারুণ এক ক্যাচ নেন আদিল রশিদ।
২৬ রানে ৩ ব্যাটসম্যান সাজঘরে। সেখান থেকে দলকে অনেকটা সময় ভরসা দেন মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। ঠিক সে সময় ভুল করে বসেন মুশফিক। পছন্দের শট রিভার্স সুইপ খেলতে গিয়ে একবার ক্যাচ হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন। দ্রুতই লিয়াম লিভিংস্টোনের ঘূর্ণি মিস করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মুশফিক (৩০ বলে ৩ বাউন্ডারিতে ২৯)। তাতেই ভাঙে ৩২ বলে ৩৭ রানের আশা জাগানিয়া জুটিটি।
এরপর আফিফ হোসেন (৬ বলে ৫) রানআউটের কবলে পড়েন। মাহমুদউল্লাহ (২৪ বলে ১৯), শেখ মেহেদি হাসান (১০ বলে ১১) সেই ব্যর্থদের কাতারেই নাম লেখান।
শেষদিকে নাসুম আহমেদের ৯ বলে ১ চার আর ২ ছক্কায় গড়া ১৯ রানের ইনিংস আর নুরুল হাসান সোহানের ১৮ বলে ১৬ রানে ভর করে ১২৪ রানে থামে বাংলাদেশ।
ইংলিশ টাইমল মিলস ২৭ রানে ৩ উইকেট নেন।
Discussion about this post