সামনেই ইংল্যান্ডের বিপক্ষে ক্রিকেট সিরিজ। তার আগে বৃহস্পতিবার সফরকারীদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলে দুর্দান্ত খেলে জাতীয় দলে উঠে এসেছেন তৌহিদ হৃদয়। বলা হচ্ছিল ইংল্যান্ডের বিপক্ষে আসছে টি-টুয়েন্টি সিরিজে তিনি জাতীয় দলে ডাক পাবেন। কিন্তু অনেকটাই চমক উপহার দিয়ে ২২ বছর বয়সী ব্যাটসম্যান জায়গা পেলেন বাংলাদেশ ওয়ানডে দলে।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দলে ফিরলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বাদ পড়েছেন ইয়াসির আলি, নাসুম আহমদে, এনামুল হক, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
এবারের বিপিএলে ১২ ইনিংসে ৩৬.৬৩ গড় ও ১৪০.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ সংগ্রাহক হৃদয়। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন চার ম্যাচে। তিনি সেই পুরস্কার হিসেবে ডাক পেলেন ওয়ানডে দলে।
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু আসছে ১ মার্চ। প্রথম দুই ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচ ৬ মার্চ, চট্টগ্রামে।
বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।
দলে ফিরেছেন: তামিম ইকবাল, তাইজুল ইসলাম।
বাদ: ইয়াসির আলি, নাসুম আহমদে, এনামুল হক, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
নতুন মুখ: তৌহিদ হৃদয়
Discussion about this post