আগের দিনই নিশ্চিত হয়ে গিয়েছিল অ্যাশেজের প্রথম টেস্ট জিততে যাচ্ছে অস্ট্রেলিয়া। কেননা, জয় থেকে মাত্র এক পা দুরে ছিল স্বাগতিকরা। রোববার মিশেল জনসনের দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় হয়ে গেলেন ইংলিশ ব্যাটসম্যানরা। তাতেই অজিরা পেয়ে গেল ৩৮১ রানের বিশাল জয়। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাইকেল ক্লার্কের দল।
জয়ের জন্য ৫৬১ রান সামনে নিয়ে খেলতে নামার পরই আসলে নিশ্চিত হয়ে যায় অ্যালিস্টার কুকরা ব্রিসবেনে পারছে না।
শেষ পর্যন্ত ১৭৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৪২ রানে ৫ উইকেট নেনে জনসন। এ নিয়ে টেস্টে অষ্টমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৪ উইকেট। ম্যাচসেরা তিনিই।
দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৫ ডিসেম্বর, অ্যাডিলেডে।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ১ম ইনিংসে ২৯৫/১০ (হ্যাডিন ৯৪, জনসন ৬৪, ওয়ার্নার ৪৯; ব্রড ৬/৮১) ও ২য় ইনিংসে ৪০১/৭ ডিক্লে. (ওয়ার্নার ১২৪, ক্লার্ক ১১৩, হ্যাডিন ৫৩; ট্রেমলেট ৩/৬৯)
ইংল্যান্ড: ১ম ইনিংসে ১৩৬/১০ (কারবেরি ৪০, ব্রড ৩২; জনসন ৪/৬১, হ্যারিস ৩/২৮) ও ২য় ইনিংসে ১৭৯/১০ (কুক ৬৫, পিটারসেন ২৬, বেল ৩২, জো রুট ২৬*; জনসন ৫/৪২, লিয়ন ২/৪৬, হ্যারিস ২/৪৯, সিডল ১/২৫)
ফল: অস্ট্রেলিয়া ৩৮১ রানে জয়ী
ম্যাচসেরা: মিচেল জনসন
Discussion about this post