জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) আবারও হাজির হচ্ছে নতুন মৌসুমে। দেশের ক্রিকেটের প্রাচীনতম ঘরোয়া এই টুর্নামেন্ট শুরু হবে ১৪ সেপ্টেম্বর। এবারের আসরে অংশ নিচ্ছে আগের মতোই আটটি দল- ঢাকা, ঢাকা মেট্রো, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম।
উদ্বোধনী দিনে দুইটি ম্যাচ মাঠে গড়াবে। রাজশাহী মুখোমুখি হবে ঢাকা মেট্রোর, অন্য ম্যাচে সিলেট লড়বে রংপুরের বিপক্ষে। টুর্নামেন্টের মূল পর্ব শেষে ৩০ সেপ্টেম্বর এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ১ অক্টোবর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল। ২১ সেপ্টেম্বর থেকে বাকি সব ম্যাচ আয়োজন করা হবে সিলেটে।
নেতৃত্বে খুব বেশি পরিবর্তন আসেনি এবার। গত আসরের মতোই ঢাকা মেট্রোকে নেতৃত্ব দেবেন ওপেনার নাইম শেখ, আর চ্যাম্পিয়ন রংপুরের দায়িত্ব থাকছে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলীর হাতে। গতবার ফাইনালে মুখোমুখি হওয়া এই দুই দলকে আবারও শুরু থেকেই আলোচনায় রাখছে তাদের অভিজ্ঞ নেতৃত্ব।
চট্টগ্রামও নেতৃত্বে স্থিতি রেখেছে। ইয়াসির আলী চৌধুরী রাব্বি থাকছেন অধিনায়কের আসনে। তবে ঢাকার দায়িত্বে এসেছে পরিবর্তন। নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে লাল বলে নেতৃত্ব দেওয়া এই তরুণের জন্য এনসিএল হবে বড় মঞ্চ।
অভিজ্ঞদের মধ্যে খুলনার অধিনায়ক হয়েছেন মোহাম্মদ মিঠুন। রাজশাহীর নেতৃত্বে থাকছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সিলেটকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। শুধু বরিশালই এখনো তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি।
Discussion about this post