দুর্দান্ত ব্যাটিং করে স্বপ্ন দেখিয়েছিলেন ব্যাটসম্যানরা। কিন্তু তার সঙ্গে তাল মেলাতে পারলেন না বোলাররা। তাইতো তামিম ইকবালের দুর্দান্ত শতরান আর মুশফিকুর রহীমের ঝড়ো ব্যাটিং বিফল করে ইংল্যান্ডই শেষ হাসি হাসল।আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মাশরাফি বিন মতুর্জার দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করল স্বাগতিকরা।
লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে জো রুটের সেঞ্চুরি, অ্যালেক্স হেলসের সেঞ্চুরি নার্ভাস নাইনটিজ ও অধিনায়ক ওয়েন মরগানের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ১৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংলিশরা।
ইংল্যান্ডের হয়ে জো রুট খেলেন ১৩৩ রানের ইনিংস। ক্যারিয়ারের দশম সেঞ্চুরিটি করেন ১২৯ বলে ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে সাজানো ছিল। ৮৬ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ৯৫ এবং মরগান করেন ৬১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় তুলেন ৭৫ রান।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি ও সাব্বির রহমান।
এর আগে কেনিংটন ওভালে টুর্নামেন্টর উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য ছিল ইংল্যান্ডের। অধিনায়ক ইয়ন মরগান প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৮৪ রানে অলআউটের কলঙ্ক পেছনে ফেলে টাইগাররা এদিন গড়ে নতুন এক ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম তিনশ ছাড়িয়ে গেল বাংলাদেশ। আগের সর্বোচ্চ ২৮৮। গত বছরের অক্টোবরে মিরপুরে এই রান করেও হেরে যায় লাল-সবুজরা।
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ব্যক্তিগত সর্বোচ্চ (১২৮) করেন ওপেনার তামিম। এটি তার নবম ওয়ানডে শতরান। এটি টুর্নামেন্টে বাংলাদেশেরে যে কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। তারও আগে শাহরিয়ার নাফীস ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেন ১২৩ রান।
অন্যপ্রান্তে ৭২ বলে ৭৯ করেন মুশফিকুর রহীম। তামিম- মুশফিকের ১৬৬ রানের জুটি ওভালের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ। ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান।
আগামী ৫ জুন একই মাঠে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৫/৬ (তামিম ১২৮, সৌম্য ২৮, ইমরুল ১৯, মুশফিক ৭৯, সাকিব ১০, সাব্বির ২৪, মাহমুদউল্লাহ ৬*, মোসাদ্দেক ২*; ওকস ০/৪, উড ০/৫৮, বল ১/৮২, স্টোকস ১/৪২, প্লানকেট ৪/৫৯, মইন ০/৪০, রুট ০/১৮)
ইংল্যান্ড: ৪৭.২ ওভারে ৩০৮/২ (রয় ১, হেলস ৯৫, রুট ১৩৩*, মর্গ্যান ৭৫*; মাশরাফি ১/৫৬, সাকিব ০/৬২, মুস্তাফিজ ০/৫১, সৌম্য ০/১৩, মোসাদ্দেক ০/৪৭, রুবেল ০/৬৪, সাব্বির ১/১৩)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
Discussion about this post