ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আরও একবার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ। তবে বল হাতে শুক্রবার শুরু থেকেই অন্যতম এক টাইগারদের দেখা গেল। কিন্তু আরও একবার শেষ বেলায় এসে খেঁই হারিয়ে ফেলল দলটি। যার খেসারত পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেটে হেরেই দিতে হল মাহমুদউল্লাহ রিয়াদের দলের।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান। তবে বল হাতে শুরু থেকেই দাপট দেখায় টিম টাইগার্স। তাইতো পাওয়ার প্লেতে দলটি পেয়ে যায় ৪ উইকেটের দেখা। শেষ পর্যন্ত এ ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি। এ সুযোগে ৪ বল আর ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান। সঙ্গে সঙ্গে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ পেছনে পড়ে গেল ০-১ ব্যবধানে।
এরআগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুকতে থাকে বাংলাদেশ। মিডল অর্ডার ব্যাটাররা অবশ্য দলের হাল ধরে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়েছেন। এক অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া সেট হয়েছিলেন বাকি তিন ব্যাটারই। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ফলে বাংলাদেশের পুঁজিটা বড় হয়নি।
শাদাব খানের গুগলি বুঝতে না পেরে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন আফিফ হোসেন। আর নুরুল হাসান আউট হয়েছেন ছক্কা হাঁকাতে গিয়ে। সাত নম্বর ব্যাটার শেখ মেহেদী হাসান অবশ্য শেষ পর্যন্ত খেলেছেন। তাতে অন্তত একশ রানের কোটা পার করতে পারে বাংলাদেশ।
নিজেদের ইনিংসের অর্ধেক শেষ হতে (১০ ওভারে) বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে মাত্র ৪০ রান। তবে একাদশ ওভারের শুরুতেই পাল্টা আঘাত হানেন আফিফ। মোহাম্মদ নাওয়াজের প্রথম দুই বলেই মারেন দুটি দারুণ ছক্কা। আফিফ আউট হতে সোহানও দুটি দারুণ ছক্কা হাঁকান।
তবে বাংলাদেশের পুঁজিটা সম্মানজনক স্থানে আনার মুল কৃতিত্ব শেখ মেহেদীর। ২০ বলে ৩০ রানের দারুণ ক্যামিও খেলে অপরাজিত থাকেন তিনি। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন আফিফ। ৩৪ বলে ২টি করে চার ও ছক্কায় এ রান করেন। ২২ বলে ২টি ছক্কায় ২৮ রান করেন সোহান।
পাকিস্তানের হয়ে ২২ রানে ৩টি উইকেট পান হাসান আলী। ২৪ রানের বিনিময়ে ২টি শিকার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১২৭/৭ (নাঈম ১, সাইফ ১, শান্ত ৭, আফিফ ৩৬, মাহমুদউল্লাহ ৬, সোহান ২৮, শেখ মেহেদী ৩০*, বিপ্লব ২, তাসকিন ৮*; নাওয়াজ ১/২৭, হাসান ৩/২২, ওয়াসিম ২/২৪, হারিস ০/৩৩, শাদাব ১/২০)
পাকিস্তান: ১৯.২ ওভারে ১৩২/৬ (রিজওয়ান ১১, বাবর ৭, ফখর ৩৪, হায়দার ০, মালিক ০, খুশদিল ৩৪, শাদাব ২১*, নাওয়াজ ১৮*; মেহেদী ১/১৭, তাসকিন ২/৩১, মোস্তাফিজ ১/২৬, শরিফুল ১/৩১, মাহমুদউল্লাহ ০/১৯, আমিনুল ০/৬)
ফলাফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: হাসান আলী (পাকিস্তান)
Discussion about this post