ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগের দুঃস্বপ্ন ভুলে এবার ট্রফি জয়ের আশায় বুক বেধেছিল বাংলাদেশ। রবিবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সে সম্ভাবনাও জাগিয়েছিল টিম টাইগার্স। কিন্তু শেষ ছন্নছাড়া ব্যাটিংয়ের কারণে ফের ব্যর্থ হলো সফরকারীরা। তাতে ভারতের কাছে ২-১ ব্যবধানে সিরিজটাই হেরে গেল মাহমুদউল্লাহ রিয়াদের দল।
শনিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৩০ রানে।
এদিন টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৭৪ রানে আঁটকে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ের শুরুটা ভালো না হলেও মোহাম্মদ নাঈম (৮১) ও মোহাম্মদ মিথুনের (২৭) তৃতীয় উইকেট জুটিতে জয়ের আশায় জাগিয়েছিল সফরকারীরা। কিন্তু মিডেল অর্ডার ও লোয়ার মিডেল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ১৯.২ ওভারে টাইগাররা গুটিয়ে যায় ১৪৪ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ১০ চার ও ২ ছয়ে ৮১ রান করেন মোহাম্মদ নাঈম শেখ। এদিকে ২৯ বলে ২ চার ও ১ ছয়ে ২৭ রান করেন মিথুন। ভারতের সফল বোলার দিপক চাহার। এ পেসার ৭ রানে হ্যাটট্রিকসহ নেন ৬ উইকেট। এদিকে শিবম দুবে নেন ৩০ রানে ৩ উইকেট। চাহেল নেন ৪৩ রানে ১ উইকেট।
এরআগে টস হেরে ভারতের ১৭৪ রানের বড় পুঁজি আনতে দারুণ ব্যাটিং করেন শেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। ৩৩ বলে ৬২ রান করেন শেয়াস আইয়ার। লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৭ চারে ৫২ রান। টাইগারদের সফল বোলার শফিউল ও সৌম্য সরকার। দু’জনই নেন ২টি করে উইকেট। একজন ৩২ অন্যজন দিয়েছেন ২৯ রান।
রবিবার সিরিজ নির্ধারনী ম্যাচে বাংলাদেশের বোলিং-ব্যাটিংয়ের শুরুটা হয়েছিল বেশ। কিন্তু এ দুই বিভাগের শেষটাই ম্যাচ থেকে সফরকারীদের দেয় অনেকটাই পেছনে। তারপরও মোহাম্মদ নাঈম শেখ একাই জাগিয়ে রেখেছিলেন আশা। তৃতীয় উইকেটে মোহাম্মদ মিথুনকে তিনি গড়েছিলেন ৯৮ রানের দারুণ জুটি। এরপর এ জুটি বিচ্ছিন্ন হয় মিথুনের বিদায়ে। ঠিক তখন থেকেই টাইগারদের পরাজয়ের ডাক শুরু।
মিথুন ফেরার পরের বলেই মুশফিক সাজঘরের পথ ধরেন দুবের বলে বোল্ড হয়ে। এর কিছুক্ষণ পরই নাঈম বোল্ড হন দুবের ইয়র্কারে। তার আগে তিনি খেলেন ১০ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৮১ রানের অসাধারণ ইনিংস। তারপরও বাংলাদেশের আশা ছিল মাহমুদউল্লাহ ও আফিফের ওপর। কিন্তু এ দুই তারকায় রবিবার হতাশ করেন। দ্রুতই তারা পথ ধরেন সাজঘরে। শেষ দিকে চাহারের হ্যাটট্রিকে বাংলাদেশ ৪ বল আগেই গুটিয়ে যায়।
এরআগে শফিউলের হাত ধরে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। এ পেসার রবিবার নিজের প্রথম ওভারেই বোল্ড করেন বিধ্বংসী রহিত শর্মাকে। এর কিছুক্ষণ পরই এ পেসারই ধাওয়ানকে দেখান সাজঘরে। তবে এদিন তার ভাগ্য ভালো হলে পরের বলেই শেয়াস আইয়ারের উইকেটটা পেতে পারতেন, যদি না পয়েন্টে বিপ্লব সহজ ক্যাচ হাতছাড়া না করতেই। সে সুযোগে রাহুলকে নিয়ে আইয়ার তৃতীয় উইকেটে ঝড় তুলে ভারতের সংগ্রহ বাড়িয়ে নেন। শেষ পর্যন্ত তারা ফিরে গেলেও কাজের কাজ করে দিয়ে যান। ম্যাচের হারের পর টাইগার ঐ ক্যাচের মিস কথায় হয়তো বেশি করে মনে পড়ছে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৭৪/৫ ( রোহিত ২, ধাওয়ান ১৯, রাহুল ৫২, শ্রেয়াস ৬২, পান্ত ৬, মনিশ ২২*, দুবে ৯*; আল আমিন ৪-০-২২-১, শফিউল ৪-১-৩২-২, মোস্তাফিজ ৪-০-৪২-০, আমিনুল ৩-০-২৯-০, সৌম্য ৪-০-২৯-২, আফিফ ১-০-২০-০)।
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৪৪ (লিটন ৯, নাঈম ৮১, সৌম্য ০, মিঠুন ২৭, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৮, আফিফ ০, আমিনুল ৯, শফিউল ৪, মোস্তাফিজ ১, আল আমিন ০*; খলিল ৪-০-২৭-০, সুন্দর ৪-০-৩৪-০, চাহার ৩.২-০-৭-৬, চেহেল ৪-০-৪৩-১, দুবে ৪-০-৩০-৩)।
সিরিজ : ভারত ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচ ও সিরিজ সেরা: দিপক চাহার।
Discussion about this post