জাতীয় দলের জার্সিতে বছর খানেক দেখা যায়নি তাকে। তবুও সাকিব আল হাসানের নাম মানেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আলাদা আকর্ষণ। ৩৮ বছর বয়সেও তিনি মাঠে সমান স্বচ্ছন্দ। এবার খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল), অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে।
ম্যাচ শুরুর আগে ব্রডকাস্টিং চ্যানেলের সঙ্গে কথা বলার সময় পুরোনো অভিজ্ঞতার ঝুলি খুলে দিলেন এই তারকা অলরাউন্ডার। সাকিবের কণ্ঠে আত্মবিশ্বাস, ‘এখানে এটা আমার পঞ্চম বা ষষ্ঠ মৌসুম। প্রতিবারই নতুন দল, নতুন অভিজ্ঞতা। শুরুটা তেমন ভালো হয়নি, তবে টুর্নামেন্ট লম্বা। আশা করি এটাই আমার সেরা মৌসুম হবে।’
প্রথম ম্যাচে হারের হতাশাও স্পষ্ট করে দিলেন তিনি, ‘১৬০ রান করলে লড়াইয়ের ভালো সুযোগ ছিল। কিছু শট ঠিকঠাক খেলতে পারলেই সেটা সম্ভব হতো। এখানেই আমাদের উন্নতি দরকার।’
অ্যান্টিগার দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব। তরুণদের পাশে দাঁড়ানো নিয়েও মত দেন তিনি, ‘এখনকার বাচ্চারা অনেক কিছু জানে। যদিও নতুন, তবে এই ফরম্যাট এতবার দেখেছে যে নিজেদের দায়িত্ব বুঝতে পারে। তবুও আমার নেতৃত্ব দিয়ে যদি দলের উপকার হয়, অবশ্যই আমি তা করার চেষ্টা করব।’
জাতীয় দলের বাইরে থেকেও সিপিএলকে ঘিরে এমন উচ্ছ্বাস শুভ বার্তা দিচ্ছে। সাকিব এখনো থামেননি, বরং সামনে তাকিয়েই এগোতে চান।
Discussion about this post