ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত হচ্ছে। ৩০ মে শুরু মাঠের লড়াই। তার আগে প্রস্তুতি পর্বে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। তারপরই বিশ্বকাপের লড়াই। দুই মিশনে বুধবার সকালেই দেশ ছাড়বে টাইগাররা। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও আইরিশদের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার সকাল সাড়ে ১০টায় ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলার জন্য ডাবলিনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে মাশরাফিরা। দলের সঙ্গে ম্যানেজার হিসেবে আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
জানা গেছে-শুক্র ও শনিবার ডাবলিনে নিজেদের মতো অনুশীলন করবে বাংলাদেশ দল। পরে ৫ মে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। তবে সে ম্যাচে খেলবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু বসে থাকবে না টাইগাররাও।
ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্লন্টার্ফে ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের অভিযান। এ টুর্নামেন্টের ফাইনাল ১৭ মে। এরপরই টাইগাররা উড়বে ইংল্যান্ডে। সেখানে পৌঁছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফির দল।
বিশ্বকাপের মূল লড়াই আগামী ৩০ মে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বিপক্ষে।
ত্রি-দেশীয় সিরিজের সূচি:
তারিখ ম্যাচ ভেন্যু
৫ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্লন্টার্ফ
৭ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
৯ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহিড
১১ মে: আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, মালাহিড
১৩ মে: ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহিড
১৫ মে: আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লন্টার্ফ
১৭ মে: ফাইনাল, মালাহিড
Discussion about this post