ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একের পর এক করোনা নেগেটিভ হওয়ার সুখবর দিচ্ছেন ক্রিকেটাররা। এবার সেই তালিকায় নাম লেখালেন মোহাম্মদ আশরাফুল-তামিম ইকবালরা। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে অংশ নেয়া ৫ দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাদের শুক্রবার করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রাতেই। এরপরই জানা যায় সুখবর।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগের পাঁচ দলের মধ্যে বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, ফরচুন বরিশাল ও জেমকন খুলনা- চারটি দলের স্কোয়াডেই করোনার উপস্থিতি নেই। তবে গাজী গ্রুপ চট্টগ্রামের মাহমুদুল হাসান জয়ের দেহে মিলেছে ছোঁয়াচে ভাইরাসটির উপস্থিতি। এছাড়া দলের বাকি সব সদস্যের ফল অবশ্য ‘নেগেটিভ’ এসেছে।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করে দেশে ফেরা তামিম ইকবালের করোনা পরীক্ষার ফলাফলে নজর ছিল সবার। স্বস্তির খবর হল- ঝক্কি-ঝামেলার বিদেশ ভ্রমণের পরও নিরাপদে আছেন তামিম। মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুনদের মত তার করোনা টেস্টের ফলও ‘নেগেটিভ’ এসেছে।
আগামী ২৪ নভেম্বর শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। টুর্নামেন্ট জুড়ে মোট ২৪টি ম্যাচ মাঠে গড়াবে। প্রতিটি দল লিগ পর্বে ৮টি করে ম্যাচ খেলবে, একে অপরের মোকাবেলা করবে ২ বার করে। পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ দল প্লে-অফে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Discussion about this post