ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কিছুতেই ফর্মের দেখা পাচ্ছেন না তিনি। কিছুদিন আগেই বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে হতাশ করা পারফম্যান্সে আলোচনায় আসেন। দল থেকেও ছিটকে পড়েন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার এখন ব্যস্ত ময়মনসিংহে একশ বলের ক্রিকেট ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। সেখানে শুরুতেই ব্যর্থ আশরাফুল।
সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী দিন জিতেছে ময়মনসিংহ থান্ডার ও ময়মনসিংহ রাইডার্স। মোহাম্মদ আশরাফুলের ময়মনসিংহ টাইগার্স ৪ উইকেটে হার মানে ময়মনসিংহ থান্ডারের কাছে।
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে টাইগার্স ৯ উইকেটে তুলে ১০৫ রান। আশরাফুল ৪ বল খেলে মাত্র ১ রানে আউট। সর্বোচ্চ ৪৩ রান করেন শাকিল। শুভাগত হোম নেন চার উইকেট। জবাবে শেষ ওভারে থান্ডার ৬ উইকেট হারিয়ে করে ১০৬ রান। তৌহিদ করেন ৪১। শুভাগত অপরাজিত ২৫ রানে। ম্যাচসেরা তিনিই।
দিনের দিনের দ্বিতীয় ম্যাচে রাইডার্স ১১ রানে হারায় ময়মনসিংহ ঈগলসকে। টস জিতে ব্যাট করতে নেমে রাইডার্স ৮ উইকেটে করে ১৪৭ রান। ৩৬ রান করেন উত্তম। চার উইকেট সাদের। জবাবে ৯ উইকেটে ১৩৬ রানে তুলে ঈগলস। ৩০ রান করে করেন সিয়াম ও সাদ। স্বাধীন ও মনির নেন তিনটি করে উইকেট।
এর আগে সোমবার সার্কিট হাউজ মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া, টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।
ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল) এর ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রতিটি ম্যাচ সরাসরি দেখানো হচ্ছে।
Discussion about this post