ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অসাধারণ প্রতিভা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর্বিভাব হয়েছিল মোহাম্মদ আশরাফুলের। মাঠের ক্রিকেটেও নিজেকে প্রমাণ দিয়ে ছিলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে তাই এ ডানহাতি ব্যাটসম্যান পরিচিতি পেয়েছিলেন ‘লিটল মাস্টার’ হিসেবে। তার অনেক দূর যাওয়ার কথা ছিল। কিন্তু নিজেই নিজের পায়ে কুড়াল মারেন এই তারকা ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। এখনও অনেক ক্রীড়াপ্রেমী আশরাফুলের জন্য আক্ষেপ করেন। সেই দলে আছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।
সোমবার দুর্নীতি বিরোধী আইন ভাঙ্গায় ৩ বছর নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের উমর আকমল। জুয়াড়িদের কাছ থেকে দুই দফায় প্রস্তাব পেয়েও তা কর্তৃপক্ষকে না জানানোয় এই শাস্তি হয়েছে তার। মাত্র ২৯ বছর বয়সেই তার ক্যারিয়ার বলতে গেলে শেষ হয়ে গেল। অথচ, অমিত প্রতিভাবান ছিলেন ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলা আকমল। বারবার নানা অপকর্ম করে নিজের ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিয়েছেন। যেমনটা করেছেন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। তাই এবার হার্শা ভোগলে বেশ আক্ষেপ করলেন অ্যাশকে নিয়ে।
২০১৩ সালে বিপিএল ফিক্সিং কান্ডে জড়িয়ে ৫ বছরের নিষেধাজ্ঞা পান আশরাফুল। সে শাস্তি ভোগ করে অবশ্য ক্রিকেটে ফিরেছেন তিনি। তবে বয়সের কারণে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে না তার। হার্শা ভোগলে তাই আক্ষেপ প্রকাশ করেছেন তাকে ও আকমলকে নিয়ে। তিনি টুইটারে লিখেছেন, ‘আমাদের পূর্বে (বাংলাদেশ) ও পশ্চিমে (পাকিস্তানে) দুজন অসামান্য প্রতিভাবান দেখলাম। মোহাম্মদ আশরাফুল আর উমর আকমল। তুমি কতদূর যাবে সেটা নির্ভর করে তুমি তোমার প্রতিভাকে কতটা কাজে লাগাচ্ছ তার ওপর। শুধু প্রতিভা থাকলেই হয় না।’
Discussion about this post