ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টেস্ট ম্যাচের আগে প্রস্তুতি পর্বটা মন্দ হচ্ছে না আফগানিস্তানের। তবে শেষ বিকালে স্পিন যাদু দেখালেন আল আমিন হোসেন। তার আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে প্রথম সেশনে আধিপত্য দেখাল সফরকারীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের অলরাউন্ডার আল আমিন হোসেন জুনিয়র। শেষ বিকালে তার ঘূর্ণিতেই হঠাৎ করে বিপাকে পড়েছে রশিদ খানের দল।
রোববার টস হেরে বোলিংয়ের শুরুটা ভালো হয়নি বিসিবি একাদশের। তবে লাঞ্চ বিরতির পর সুমন খানের হাত ধরে সাফল্য পায় স্বাগতিকরা। এরপর আল আমিন (৪/৫১) জ্বলে উঠেন। শেষ পর্যন্ত তার ঘূর্ণিতে সফরকারীরা দিন শেষ করে ৬ উইকেটে ২৪২ রান তুলে।
আফগানদের দুই ওপেনার ইহসানউল্লাহ আর ইব্রাহিম জাদরান শুরুতে বেশ পরীক্ষা নেন বিসিবি একাদশের বোলারদের। প্রথম সেশনে তারা কোন উইকেট হারাতে দেননি। দ্বিতীয় সেশনে অবশ্য ১৬২ রানের জুটি ইহসানউল্লাহ (৬২) ও ইব্রাহিম (৫২) স্বেচ্ছায়ই অবসরে যান। তাদের মাঠ ছাড়ার পর কিছুটা বিপদে পড়েছে সফরকারীরা। ৪৬ তম ওভারের শেষ বলে প্রথম উইকেটের দেখা পায় বিসিবি একাদশ। তিনে নামা জাবেদ আহমাদিকে ৩ রানে ফেরান সুমন খান, ক্যাচ ধরেন মেহেদী হাসান রানা।
রহমত শাহকে বেশিক্ষণ টিকতে দেননি আল আমিন। ২০ বল খেলে ৭ রান করা এ ব্যাটসম্যানকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরেন তিনি। ঠিক ১০ ওভার বাদে আল আমিন জুনিয়রের বলে বোল্ড হয়ে হন আসগর আফগান। ৩৪ বলে ১ চারে ১৬ রান করেন তিনি। কয়েক ওভারের ব্যবধানে ফের আফগান শিবিরে আঘাত করেন আল আমিন। এবার এ স্পিনার দ্রুত ফেরান হাশমতউল্লাহ শহীদি (২৬) ও ইকরাম আলী খিল (১)।
ইনিংসের ৬ষ্ঠ উইকেটে অবশ্য আফসার জাজাইয়ের সঙ্গে ৪২ রানের জুটি গড়েন মোহাম্মদ নবী। পরে ৭৯ বলে ১ টি করে চার ও ছয়ে ৩৩ রান করে সুমন খানের বলে এলবিডব্লিউ হন নবি। তার ফেরার পরপরই আলো স্বল্পতাই দিনের খেলা ১১ বল বাকি থাকতেই ইতি টানেন আম্পায়ার।
সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে)-
আফগানিস্তান একাদশ ২৪২/৬ (৮৮.১), (ইহসানউল্লাহ ৬২ (স্বেচ্ছা অবসর), ইব্রাহিম ৫২ (স্বেচ্ছা অবসর), জাবেদ ৩, রহমত ৭, হাশমতউল্লাহ ২৬, আসগর ১৬, নবি ৩৩, আফসার ২০*, রাশিদ ৬*; মেহেদী হাসান রানা ১০-০-৩২-০, মানিক খান ১১-২-২৮-০, সালাহউদ্দিন শাকিল ১৩-৫-১৯-০, সুমন খান ১৩.১-৬-২১-২, জুবায়ের হোসেন লিখন ১৯-১-৬৮-০, আসাদউল্লাহ গালিব ৪-০-১৮-০, আল আমিন জুনিয়র ১৮-৩-৫১-৪।
Discussion about this post