বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর যেন এক বিতর্কের ভাণ্ডার! এর অন্যতম কেন্দ্রে ছিল চিটাগং কিংস। কিছুদিন আগে ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৪৬ কোটি টাকা পাওনা দাবি করে আইনি নোটিশ পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই তথ্য নিশ্চিত করেছেন কিংসের কর্ণধার সামির কাদের। তবে তার দাবি, এই অঙ্কের কোনো ব্যাখ্যা নেই বিসিবি কিংবা তাদের নিজেদের কাছেই।
দীর্ঘদিন আলোচনার চেষ্টা ব্যর্থ হলেও সোমবার বিসিবির কয়েকজন পরিচালক তার সঙ্গে যোগাযোগ করেছেন। সামির জানান, বোর্ড আশ্বাস দিয়েছে খুব শিগগিরই বসে বিষয়টির সমাধান করা হবে। বিসিবির এই উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এতদিন পর অন্তত তার সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছে বোর্ড।
আজ সামির কাদের চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘আমার সাথে আজকে কথা হয়েছে কিছু বোর্ড পরিচালকদের সঙ্গে। উনারা আমাকে নিশ্চিত করেছেন যে এটা নিয়ে আমার সাথে খুব শিগগিরই বসে সমাধান করবে। এখন যেহেতু তারা আমাকে আজকে দুপুরবেলা বলেছেই যে তারা বসবেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এতদিন পর যে নিজ থেকে তারা এখন আমাকে ডাকছে আলোচনায় বসার জন্য।’
চিটাগং কিংসের নামের সঙ্গে বিপিএলে বেশ কিছু আর্থিক জটিলতার অভিযোগ জড়িয়েছে। শহীদ আফ্রিদি ও শন টেইটের বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করা, উপস্থাপিকা ইয়াশা সাগরের অর্থ আটকে রাখা, পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে পারভেজ হোসেন ইমনকে টাকা না দেওয়া এবং শরিফুল ইসলামের ১০ লাখ টাকা বকেয়া রেখে দেওয়া—এসব কারণে দলটি সমালোচনার মুখে পড়ে। শন টেইটের বেতন পরিশোধের দায়িত্ব পরে বিসিবিকেই নিতে হয়।
সামির কাদেরের মতে, এসব সমালোচনার পরও বিপিএলকে বিতর্কিত করার বড় দায় বিসিবির। বিশেষ করে ৪৬ কোটি টাকার নোটিশ পাঠানোকে তিনি প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মজার বিষয় হলো এই ফিগারটা ৪৬ কোটি টাকার। এটা না ওনাদের (বিসিবি) কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে। কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ৪৬ কোটি টাকা। এই ফিগারটা কোথা থেকে আসছে এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তোবা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই। আমার কাছেও নেই।’
বিসিবি ইতোমধ্যে পুরনো সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছে এবং বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন ফরম্যাটে আগামী ৫ বছরের জন্য দল দেওয়ার উদ্যোগ নিয়েছে। সামির জানিয়েছেন, নতুন শর্ত ও ফরম্যাট না দেখা পর্যন্ত তিনি কোনো সিদ্ধান্ত নেবেন না। তবে ইচ্ছা এখনো আছে-যদি শর্ত সুবিধাজনক হয়, আবারও বিপিএলে দল নিয়ে নামতে চান তিনি।
Discussion about this post