ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তান-জিম্বাবুয়ে রোববার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে রোববার দুপুরে। এ ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন আলিম দার। তাতেই বিশ্বরেকর্ড গড়লেন তিনি। প্রথম আম্পায়ার হিসেবে ওয়ানডেতে সর্বোচ্চ ২১০টি ম্যাচ পরিচালনা করে ইতিহাসে নাম তোলেন সাবেক এই ক্রিকেটার।
পাকিস্তানের ঘরোয়া লিগে ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১৮টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন আলিমদার। এরপর ২০০০ সালে নিজের ঘরের মাঠ গুরজানওয়ালাতে শ্রীলঙ্কা বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষিক্ত হন তিনি।
বাংলাদেশ-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে ২০০০ সালে টেস্ট আম্পায়ারিংয়ে নাম লেখান দার। এরপর এই পেশায় নাম কামাতে শুরু করেন সাবেক এই লেগস্পিনার। গত ১৬ বছর ধরে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ারের তালিকায় আছেন।
এবার আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আম্পায়ার হিসেবে ওয়ানডেতে রেকর্ড গড়লেন দার। এই ফরম্যাটে সর্বোচ্চ ২১০ ম্যাচে দায়িত্ব পালনের নজির গড়লেন তিনি। এই রেকর্ড গড়ার পথে ছাড়িয়ে যান দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার রডি কোয়ার্টজেনকে। ২০১০ সালে অবসরে যাওয়া কোয়ার্টজেন এতদিন সর্বোচ্চ ২০৯ ওয়নাডেতে আম্পায়ারিং করে শীর্ষে ছিলেন। এই রেকর্ড গড়ার আগে দার বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটা সম্মানের উপলক্ষ। আম্পায়ারদের মধ্যে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট পরিচালনার তালিকায় সবার শীর্ষে অবস্থান করা রোমাঞ্চকর। যখন আমি এটাকে পেশা হিসেবে নিয়েছিলাম, তখন কল্পনাও করিনি এতোদূর আসতে পারবো।’
তিনি আরও বলেন,‘আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি যে, আমি মাঠের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করেছি আর শিখেছি। এখনো শিখছি। শেখার পালা চলছেই।’– সাথে যোগ করেন তিনি।
এরআগে ২০১৯ সালে স্টিভ বাকনারকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটের আভিজাত ফরম্যাটে আম্পায়ার হিসেবে রেকর্ড গড়েন দার। ছাড়িয়েছিলেন বাকনারের ১২৮ টেস্টকে। একই সাথে ৫২ বছর বয়সী এই আম্পায়ার ক্রিকেট ইতিহাসের প্রথম আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক রেকর্ড ৩৮৮ ম্যাচ পরিচালনা করেছেন।
Discussion about this post