ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিষিদ্ধ। সবকিছু ঠিক থাকলে আসছে অক্টোবরে মুক্তি মিলবে। তার আগে অফুরন্ত অবসরের এই সময়টা মন্দ কাটছে না। করোনা মহামারি শুরুর আগেই সাকিব আল হাসান চলে গিয়েছিলেন মার্কিন মুল্লুকে। সেখানে স্ত্রী-সন্তানের সঙ্গে কাটছে মধুর সময়।
মহামারির মধ্যেই সাকিবের ঘরে এসেছে আরেক রাজকন্যা। তাদের আনন্দ যেন দ্বিগুণ হয়ে উঠেছে। সবাইকে নিয়েই ঈদ আনন্দে মাতলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
দুই কন্যা আলাইনা হাসান এবং ইরাম হাসানকে নিয়ে সময় কাটছে সাকিবের। সোমবার দুই কন্যার অসাধারণ একটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন সাকিব। যেখানে তিনি, ঈদের শুভেচ্ছা জানালেন। কুরবানির ঈদের দুইদিন পর ছবি পোস্ট করে সাকিব লিখলেন, ‘আমার রাজ্যের দুই রাজকন্যা। সবাইকে ঈদুল আজহার বিলম্বিত শুভেচ্ছা।’
ছবিতে দেখা যাচ্ছে, একটি সোফার ওপর বসে আছে সাকিবের বড় মেয়ে আলাইনা আর তার কোলে বসে ইরাম হাসান। দু’জনই হাস্যোজ্জ্বল। সেই ছবিতে ভক্তরাও অভিনন্দন আর ঈদ শুভেচ্ছা সিক্ত করছেন সাকিব কন্যাদের।
এর আগে গত ১৪ এপ্রিল দেখলেন দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন সাকিব। তার নাম রেখেছেন ইরাম হাসান। আলাইনা এবং ইরামকে নিয়ে বেশ সময় কেটে যাচ্ছে তার।
Discussion about this post