এশিয়া কাপের আগে ভারতের সঙ্গে বহুল প্রতীক্ষিত সিরিজ হওয়ার কথা ছিল বাংলাদেশের। তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টির সেই সিরিজে ক্রিকেটীয় দিক যেমন গুরুত্ব পেত, আর্থিকভাবেও বিপুল আয় হতো বিসিবির। তবে নানা কারণে সেটি পিছিয়ে গেছে ১৩ মাসের জন্য। ফলে শূন্য সময় পূরণ করতে আর ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে নেদারল্যান্ডসকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আর্থিকভাবে আমরা কিছুটা ক্ষতিতে আছি। তারপরও সিরিজ আয়োজন করেছি মূলত ক্রিকেটীয় দিক বিবেচনা করে। ভারতের সিরিজটা হয়নি, গ্যাপটা পূরণ করতে নেদারল্যান্ডসকে এনেছি।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে বাংলাদেশের হারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা ৫০ ওভারের খেলায় ওদের কাছে হেরেছিলাম। তাই প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই। প্রস্তুতিই আসল বিষয়।’
আজ সকালে টিম হোটেলে ক্রিকেটারদের সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করেছেন আমিনুল ইসলাম বুলবুল। সাবেক এই ক্রিকেটার জানান, খেলোয়াড়দের মানসিকতা নিয়ে আলোচনা করেছেন তিনি, ‘তাদের মধ্যে অন্যরকম আত্মবিশ্বাস দেখেছি। কিছু পরিকল্পনার ‘লক’ খোলার চেষ্টা করেছি। দল তরুণ হলেও উন্নতির অনেক সুযোগ আছে।’
Discussion about this post