ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শক্তির বিচার আর তারকা খ্যাতি দুটোতেই এগিয়ে দল। সঙ্গে ম্যাচটাও যে নিজেদের মাঠে। কিন্তু এবারও ব্যর্থতার পথ ধরেই হাঁটল বাংলাদেশ ‘এ’ দল। আফগানিস্তানের সঙ্গে পেরে উঠলেন না ইমরুল কায়েস আর সাব্বির রহমানরা। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দল হারে ১০ উইকেটে। রোববার বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডেতে অবশ্য জয়ের সম্ভঅবনা জাগিয়েও শেষ অব্দি পারেনি! এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেল আফগানিস্তান। বিস্ময়কর হলো সফরে এর আগে দুই ম্যাচ আনঅফিসিয়াল টেস্ট সিরিজ তারা জিতে ১-০ ব্যবধানে।
অথচ বাংলাদেশ দলে কে না ছিলেন? তালিকাটাই দেখুন-ইমরুল কায়েস, এনামুল হক, বিজয়, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, ফরহাদ রেজা, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, শফিউল ইসলাম। দলের অন্যরাও ঘরোয়া ক্রিকেটের দাপুট খেলোয়াড়। অথচ তারাই কীনা সুপার ফ্লপ!
রোববার টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ এ’ দল। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে তারা করে ২৭৮ রান। জবাবে নেমে ৪৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় সফরকারীরা।
যদিও টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে ৫৬ রানের জুটি গড়েন এনামুল ও ইমরুল। এনামুল আউট ২৪ বলে ২৬ রানে। ইমরুল করেন ৪০। তারপর মোহাম্মদ নাঈম বেশ লড়েছেন। ৪৯ রান করেন তিনি। আর মিঠুনের ব্যাট থেকে আসে ৯৪ বলে ৮৫। ৩৮ বলে ৩৫ রান করেন সাব্বির রহমান।
মনে হচ্ছিল এই পুঁজি নিয়ে ঘুরে দাঁড়াবে দল। কিন্তু হল না। এক ইব্রাহিম জাদরান পাল্টে দিলেন হিসাবের ছক। তিনি খেলেন ১৪৯ বলে ১২৭ রানের দারুণ এক ইনিংস। জিততে এক পর্যায়ে বাংলাদেশের দরকার ছিল ৪ উইকেট। আর আফগানিস্তানের শেষ ২৩ বলে ৩৫ রান।
ঠিক তখনই সপ্তম উইকেট জুটিতে শরাফুদ্দিন আশরাফ ও ফজল নিয়াজাই হতাশ করেন স্বাগতিক বোলারদের। ১৭ বল ৩৬ রান করেন আশরাফ। ৮ বলে ১৫ রানে অপরাজিত নিয়াজাই। ৫ বল হাতে রেখেই হাসিমুখে মাঠ ছাড়ে আফগানরা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল: ৫০ ওভারে ২৭৮/৯ (ইমরুল ৪০, এনামুল ২৬, মিঠুন ৮৫, নাঈম ৪৯, সাব্বির ৩৫, আফিফ ৮, রেজা ১, মেহেদি ১০, আবু হায়দার ৭*, শফিউল ০, আবু জায়েদ ১*; শিরজাদ ১/৫৪, আশরাফ ১/৩৭, করিম ৩/৪৩, ফজল ৩/৪৮)
আফগানিস্তান ‘এ’ দল: ৪৯.১ ওভারে ২৮১/৬ (রহমানউল্লাহ ২১, ইব্রাহিম ১২৭, উসমান ২৬, নাসির ১১, রাসুলি ৭, করিম ২৪, আশরাফ ৩৬*, ফজল ১৫*; শফিউল ২/৫৯, আবু জায়েদ ১/৫৮, রেজা ৪২/০, মেহেদি ০/৩৪, আবু হায়দার ১/৫৬, সাব্বির ১/১০)
ফল: আফগানিস্তান ‘এ’ দল ৪ উইকেটে জয়ী
Discussion about this post